ঢাকা, মে ২, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২১:২৩:৫৬

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

জামিন হচ্ছে অধিকার, কোন সুযোগ-সুবিধা নয় : আইনমন্ত্রী

| ৪ জ্যৈষ্ঠ ১৪২৩ | Wednesday, May 18, 2016

ঢাকা : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, জামিন হচ্ছে মানুষের অধিকার, এটা কোন সুযোগ-সুবিধা নয়।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে জামিনের আইন সংক্রান্ত এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
তিনি বলেন, ‘দ্য ল অন বেইল’ বইটি বিচারক এবং আইনজীবীদের জন্য অনেক উপকারে আসবে। বাংলাদেশের বাস্তবতায় ফৌজদারী বিচার ব্যবস্থা একটি বিরাট চ্যালেঞ্জ। কারণ, এখানে এখনো অভিযুক্ত হয়নি এমন প্রায় ৭০ শতাংশ মানুষ করাগারে আছে। তাদের চূড়ান্ত বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত বলা যাবে না যে তারা অভিযুক্ত।’
নারায়ণগঞ্জের স্কুল শিক্ষক শ্যামল কান্তিকে বহিষ্কার করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘তিনি যদি দোষ করে থাকেন, তবে তার শাস্তি হবে, আর তিনি যদি নির্দোষ হন তাহলে আইন তার সঙ্গে থাকবে।’
আইন মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন ও জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন (জিআইজেড)-এর যৌথ উদ্যোগে পরিচালিত জাস্টিস রিফর্ম এন্ড করাপশন প্রিভেনশন প্রকল্পের কারিগরী সহায়তায় ঢাকা ল’ রিপোর্টস কর্তৃক প্রকাশিত বই ‘দ্য ল’ অন বেইল, ৪র্থ সংস্করণ ২০১৬ বইয়ের প্রকাশ করে।
আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন, বাংলাদেশস্থ জার্মান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি রুশিতা আমেলস, জিআইজেড-এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টবিয়াস বেকার ও রুল অব ল’ এর হেড অব প্রোগ্রাম প্রমিতা সেনগুপ্ত ও ঢাকা ল’ রিপোর্টস-এর ব্যবস্থাপনা পরিচালক এশরারুল হক চৌধুরী এবং আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান।
অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী স্থায়ী অ্যাটর্নি সার্ভিস সম্পর্কে বলেন, আইন কর্মকর্তাদের মধ্যে ৩০ ভাগ স্বাধীনভাবে নিয়োগ এবং ৭০ ভাগ রাজনৈতিক নিয়োগের চিন্তা-ভাবনা করা হচ্ছে। বর্তমানে দুদক স্বাধীনভাবে প্রসিকিউটর (সরকারি কৌসুলি) নিয়োগ দিয়ে থাকেন।