ঢাকা, মে ৫, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৯:১৯:৪৮

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

জবি’তে আবাসিক হল করে দেবেন কাদের মোল্লা

| ১৫ ভাদ্র ১৪২৩ | Tuesday, August 30, 2016

 জবি প্রতিনিধিদলের সঙ্গে থার্মেক্স গ্রুপের মালিক আ. কাদের মোল্লা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আবাসন সংকট নিরসনে একটি হল নির্মাণের ঘোষণা দিয়েছেন থার্মেক্স গ্রুপের মালিক আলহাজ্ব আ. কাদের মোল্লা। ছাত্রদের জন্য এক হাজার আসনের ওই হলের নির্মাণকাজ আগামী জানুয়ারিতে শুরু হওয়ার কথা।

সোমবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আলহাজ্ব আ. কাদির মোল্লার সঙ্গে তাঁর কাকরাইল কার্যালয়ে বৈঠক করেন। সেখানে আ. কাদের মোল্লা তাঁর পূর্বঘোষিত প্রতিশ্রুতি অনুসারে কেরাণীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে এক হাজার আসনের একটি অত্যাধুনিক ছাত্র হল নির্মাণের ঘোষণা দেন। ঈদ-উল-আজহার ছুটির পর এ নিয়ে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হওয়ার কথা আছে।

হলটির নির্মাণ-কাজ আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়। নির্মাণ-কাজের সার্বিক তত্ত্ববধানে থাকবে থার্মেক্স গ্রুপ।

বৈঠকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) সুকুমার চন্দ্র সাহা উপস্থিত ছিলেন।