ঢাকা, মে ৩, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৬:৪২:২০

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

জঙ্গিবাদ রুখতে বি এন সিসি ক্যাডেটদের এগিয়ে আসার আহ্বান

| ৯ শ্রাবণ ১৪২৩ | Sunday, July 24, 2016

চট্টগ্রাম : জঙ্গি ও সন্ত্রাসবাদীদের রুখতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ক্যাডেটদের ‘আশার আলো জ্বালাবে’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। ক্যাডেটরা সবার মনোবলে শক্তি ও সাহস যোগাবে বলেও মেয়র আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার (২৩ জুলাই) সকালে চট্টগ্রাম এমএ আজিজ স্টোডিয়াম চত্বরে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টের আয়োজনে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী র‌্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় শিক্ষাঙ্গন, ধর্মীয় প্রতিষ্ঠান, পাড়া, মহল্লা ও সমাজে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে অগ্রণী ভুমিকা পালন করার জন্যে বিএনসিসি ক্যাডেটদের এগিয়ে আসার আহবান জানান মেয়র আ জ ম নাছির উদ্দিন।

কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল মো. সফিকুর রহমান জি. এর সঞ্চালনায় সামাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

সমাবেশ শেষে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী একটি র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, সদর দপ্তর কর্ণফুলী রেজিমেন্টের প্রায় দেড় হাজার ক্যাডেট, সামরিক অফিসার ও অন্যান্য অফিসার এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। র‌্যালিতে অংশগ্রহনকারী ক্যাডেটদের হাতে জঙ্গি হামলা বন্ধ কর, জঙ্গিমুক্ত বাংলাদেশ চাই, মানুষ হত্যা আর নয়, জঙ্গি হটাও দেশ বাঁচাও প্রভৃতি শ্লোগানযুক্ত প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার ইত্যাদি শোভা পায়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্ণফুলী রেজিমেন্ট এ্যাডজুটেন্ট মেজর মো. মঞ্জুরে খোদা, ব্যাটালিয়ন অ্যাডজুটেন্ট মেজর সৈয়দ জহির উদ্দিন মো. বাবর, ব্যাটালিয়ন অ্যাডজুটেন্ট মেজর বখতিয়ার ফাহমি, ব্যাটালিয়ন কমান্ডার মেজর শওকতুল মেহের, ক্যাপ্টেন আবুল কালাম মো. সামশুদ্দিন, ক্যাপ্টেন মো. রফিক উদ্দিন, ক্যাপ্টেন হুমায়ুন কবির, ক্যাপ্টেন কাজী নাজমুল হুদা, পিইউও আবু তালেব প্রমুখ।