ঢাকা, মে ২, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৬:২৫:২৫

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

জগন্নাথপুরে রথযাত্রায় বর্বরোচিত হামলার ঘটনায় ইস্কন সিলেটের প্রতিবাদ সভা ।

| ২৫ আষাঢ় ১৪২৩ | Saturday, July 9, 2016

গত বুধবার (৬ জুলাই) বিকেলে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইস্কন এর উদ্যোগে আয়োজিত শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে স্থানীয় কিছু সন্ত্রাসী, চাঁদাবাজ ও দৃস্কৃতকারী কর্তৃক বর্বরোচিত পৈশাচিক জগন্য হামলার তীব্র নিন্দা  প্রতিবাদ এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।

শুক্রবার আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইস্কন মন্দির কাজলশাহ সিলেটে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় বক্তারা এ দাবি জানান।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইস্কন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ  শ্রীপাদ নবদ্বীপ দীজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী।

সভায় বক্তারা বলেন, সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা উৎসবে এরকম ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা সর্বস্তরের হিন্দু ধর্মের মানুষের মন-প্রাণে চরম দুঃখ ও ক্ষোভের সৃষ্টি করেছে। এ নিন্দনীয় ঘটনা দেশ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকারক। এই কলঙ্কজনক ঘটনা শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থার বিরুদ্ধে।  প্রতিবাদ সভায় বক্তরা বলেন, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিহ্নিত কিছু সন্ত্রাসী চাঁদাবাজ ও দেশদ্রোহীরা পবিত্র হিন্দু ধর্মীয় বিশ্বাস ও চেতনায় চরম অশালীন আঘাত করে ক্ষান্ত হয়নি, এসকল দুস্কৃতিকারীরা ইস্কন নামহট্ট সংঘের নেতৃবৃন্দের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অপচেষ্টা চালাচ্ছে। প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জগন্নাথপুরে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে কাপুরুষিত হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি ও ইস্কন নামহট্ট সংঘের নেতৃবৃন্দের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট দেবালয় রথাযাত্রা উদযাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি ও শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাস চৌধুরী,  ইস্কন সিলেটের সাবেক সাধারণ সম্পাদক বলদেব কৃপা দাস, শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ সিলেটের সাবেক সভাপতি বুদ্ধি গৌর দাস, শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ সিলেটের সাবেক সাধারণ সম্পাদক পরমেশ্বর কৃষ্ণ দাস, শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ সিলেটের রমনা কৃষ্ণ দাস, শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ সিলেটের মধুর মূরলি দাস, নামহট্ট সিলেট বিভাগের সাধারণ সম্পাদক পান্ডব গোবিন্দ দাস, ইস্কন সিলেটের সাধারণ সম্পাদক শ্রীভাগবত করুনা দাস ব্রহ্মচারী, বাসুদেব নামহট্ট সংঘ জগন্নাথপুরের সভাপতি মিন্টু রঞ্জন ধর, ইস্কন সিলেটের আইন বিষয়ক সম্পাদক নিধি কৃষ্ণ দাস, সাংবাদিক সজল ঘোষ প্রমুখ।

প্রতিবাদ সভা পরিচালনা করেন ইস্কন ইয়ূথ ফোরামের সাধারণ সম্পাদক দেবশ্রী শ্রীবাস।