ঢাকা, মে ৫, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৫:১৪:১০

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

চৈতী আহমেদকে মৃত্যুর জন্যে তৈরি থাকার হুমকি

| ১৯ আষাঢ় ১৪২৩ | Sunday, July 3, 2016

প্রকাশিত: ২০১৬-০৭-০১ ১৫:০৩:৪৫

 

কবি, ব্লগার ও গল্পকার চৈতী আহমেদকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতা তাঁকে ‘নাস্তিক ম্যাডাম’ আখ্যা দিয়ে মৃত্যুর জন্যে তৈরি থাকার হুমকি দেয়।

গত বুধবার রাত নয়টার দিকে চৈতীর মোবাইল ফোনে +৬০১০২৭১১৭০৮ নম্বর থেকে কল করে বলা হয়, ‘নাস্তিক ম্যাডাম, এইবার তুমি মৃত্যুর জন্য তৈরি হও। ঘরবন্দী হয়ে বাঁচতে পারবে এমন চিন্তা কইরো না। আমরা তোমার সব খবরই রাখি।’

হুমকির পর তিনি বৃহস্পতিবার নিউমার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা করেন। জিডির নম্বর- ১৭৭৪/১৭।

এ ব্যাপারে চৈতী আহমেদ বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং বাঙালি জাতীয়তাবাদের পক্ষে ফেসবুক এবং বিভিন্ন ব্লগে দীর্ঘদিন যাবত লেখালেখি করে আসছি। এ কারণে কেউ হত্যার হুমকি দিতে পারে।’

তবে এ ধরনের হুমকি তাঁর বিশ্বাস ও লেখালেখিতে কোন ধরনের প্রভাব পড়বে না বলে জানান এ মুক্তিযোদ্ধা কন্যা।

এ ব্যাপারে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাইলফোনে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে।