ঢাকা, মে ৬, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২১:২৭:৩৪

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

চাঁদা চেয়ে পুরোহিতকে হত্যার হুমকি

| ৫ শ্রাবণ ১৪২৩ | Wednesday, July 20, 2016

রংপুরে এক পুরোহিতকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। প্রেরকের নাম ছাড়া ওই চিঠিতে পুরোহিতের কাছে ২০ হাজার টাকা চাঁদাও দাবি করা হয়েছে।

টাকা না দেয়া হলে তাকে হত্যা করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সোমবার নগরীর কারমাইকেল কলেজ রোডের আনন্দময়ী সেবাশ্রমের পুরোহিত বিজয় চক্রবর্তীকে এ হুমকি দেয়া হয়।

সকালে মন্দিরেরর দরজা খুললে হলুদ খামে ভরা চিঠিটি দেখতে পান মন্দিরের কাজে নিয়োজিত ঝর্ণা রানী মোহন্ত।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পুরোহিত বিজয় চক্রবর্তী জানান, প্রতিদিন সকাল সকাল মন্দিরে আসলেও সোমবার বৃষ্টির কারণে আসতে দেরি করেন। সকালে মন্দিরের কাজে নিয়োজিত ঝর্ণা রানী মোহন্ত মোবাইলফোনে ওই চিঠি প্রাপ্তির ঘটনাটি তাকে জানান।

পরে মন্দিরে এসে চিঠিটি খুলে দেখেন। বিষয়টি কোতয়ালী থানার ওসিকে জানানো হয়েছে। তাছাড়া থানায় একটি জিডি করা হয়েছে।

পুরোহিত ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে বিজয় চক্রবর্তী জানান।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা জানান, বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।

রংপুরের সব মন্দির ও পুরোহিতদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানান তিনি।