ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৭:২৩:১৭

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি পুনর্বিবেচনা করুন: সরকারকে সুরঞ্জিত

| ১৩ ভাদ্র ১৪২২ | Friday, August 28, 2015

suronjitনিউজ ডেস্ক :: বিদ্যুৎ ও গ্যাসের দাম পুনর্বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সে সঙ্গে মূল্যবৃদ্ধিকে অনৈতিক বলেও মন্তব্য করেছেন তিনি।আন্তর্জাতিক বাজারে যেখানে তেলের দাম কমেছে, সেখানে বাংলাদেশে বিদ্যুতের দাম বাড়ানো অনৈতিক বলে মনে করেন সরকারদলীয় এই নেতা।

আজ শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সারা পৃথিবীতে জ্বালানি তেলের দাম কমছে। কমছে মানে অবিশ্বাস্যভাবে কমছে। তখন আপনি দাম কমান না। যদি দাম বাড়ে তখন বলেন, এর সমন্বয় করতে হবে; জ্বালানি তেলের দাম আমাদেরও বাড়াতে হবে। জ্বালানি তেলের দাম কমছে যখন, তখন বিদ্যুৎ উৎপাদনের খরচাও কমছে। তাহলে আপনি এটা বাড়াবেন কেন? এটা অনৈতিক।’

জনগণের কথা বিবেচনা করে বিদ্যুৎ ও গ্যাসের দাম কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘দাম বাড়লে আপনি দাম বাড়াবেন, কমলে কমাবেন না-এটা কোনো আইন হতে পারে না। এক দেশে দুই আইন হতে পারে না। দাম কমলে দাম কমবে, আমরা যারা ভোক্তারা আছি, তারা এর সুবিধা নেব। আর বাড়লে আমরা সরকারকে সহযোগিতা করব।’ তিনি বলেন, ‘এটা একটা গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার। আমার ধারণা, এটা পুনর্বিন্যাস করতে গিয়ে এটা পুনর্বিবেচনা করা প্রয়োজন।’