ঢাকা, এপ্রিল ৩০, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১০:৪১:৫৪

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

গেরিলা মুক্তিযোদ্ধাদের স্বীকৃতির রায় আপিলে বহাল

| ২০ পৌষ ১৪২৩ | Tuesday, January 3, 2017

গেরিলা মুক্তিযোদ্ধাদের স্বীকৃতির রায় আপিলে বহাল এর চিত্র ফলাফল

ঢাকা: মুক্তিযুদ্ধের সময় ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের নেতৃত্বাধীন বামপন্থী বিশেষ গেরিলা বাহিনীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ।

আজ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেয়।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আজ আপিল বিভাগ। এ আদেশের ফলে তাদের স্বীকৃতি বহাল থাকলো বলে আইনজীবীরা জানায়।
গেরিলা মুক্তিযোদ্ধাদের পক্ষে শুনানি করেন বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন, এডভোকেট সুব্রত চৌধুরী। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ৮ সেপ্টেম্বর ওই মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর গত ২৫ সেপ্টেম্বর হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। আজ আদালতের এ আদেশের ফলে মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের একমাত্র জীবিত সদস্য ন্যাপের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ,বর্তমানে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, কমিউনিস্ট পার্টির উপদেষ্টামন্ডলীর সদস্য মনজুরুল আহসান খানসহ দুই হাজার ৩৬৭ মুক্তিযোদ্ধার সনদ নিয়ে আইনি জটিলতার অবসান হয়।
মামলার বিবরণীতে জানা যায়, ২০১৩ সালের ২৪ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে দুই হাজার ৩৬৭ মুক্তিযোদ্ধাকে স্বীকৃতি দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তবে ওই প্রজ্ঞাপন যথাযথ আইনি প্রক্রিয়া হয়নি আখ্যা দিয়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর তা বাতিল করে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়। পরে নতুন ওই প্রজ্ঞাপন জারির বৈধতা চ্যালেঞ্জ করে ঐক্য ন্যাপের সভাপতি ও বিশেষ গেরিলা বাহিনীর ডেপুটি কমান্ডার পঙ্কজ ভট্টাচার্য ২০১৪ সালের ১১ ডিসেম্বর হাইকোর্টে রিট দায়ের করেন।