ঢাকা, মে ৭, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৮:০৭:০০

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

গুলশান হামলা: প্রত্যক্ষদর্শীর বর্ণনা

| ১৮ আষাঢ় ১৪২৩ | Saturday, July 2, 2016

গুলশান হামলা: প্রত্যক্ষদর্শীর বর্ণনাগুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় শুক্রবার রাতের হামলার ঘটনায় আমেরিকান স্টান্ডার্ড স্কুলের প্রিন্সিপাল লোরি অ্যান দেখেন একদল বন্দুকধারী বোমার বিষ্ফোরণ ঘটিয়ে একটি রেস্তোরাঁয় প্রবেশ করেছে।

প্রত্যক্ষদর্শী লোরি অ্যানের এ বর্ণনা প্রকাশ করেছে ব্রিটেনের দ্য ইনডিপেন্ডেন্ট পত্রিকা।

লোরি অ্যান বলেন, ঘড়ির কাটা তখন রাত ৯টার কাছাকাছি। নিজের অ্যাপার্টমেন্ট থেকে গোলাগুলির শব্দ শুনতে পেলেন লোরি অ্যান ওয়ালস ইমদাদ। তার মনে হলো, এই গোলাগুলি থামবে না। জানালা দিয়ে তাকিয়ে দেখলেন লোকজন জীবন নিয়ে ছোটাছুটি করছেন।

লোরি বলেন, আমি সারা রাত বন্দুকের গুলির শব্দ শুনতে পাই এবং লোকজনকে ছুটোছুটি করতেও দেখি। গোলাগুলির শব্দ থেমে যাওয়ার পর বিক্ষিপ্তভাবে দু-একটি গুলির শব্দ শুনতে পাই।

বন্দুকধারীরা গুলশান- ২ এর হোলি আর্টিসান বেকারিতে প্রবেশ করে রাত ৯টার দিকে। লোরি অ্যান ওয়ালস জানান, সন্ধ্যায় এটি রেস্তোরাঁ হিসেবে ব্যবহার হলেও দিনে এটিকে ব্যবহার করা হতো বেকারি হিসেবে। বহু বিদেশি রেস্তোরাঁটিতে যাতায়াত করতেন।

রেস্তোরাঁটির মালিককেও চেনেন বলে জানান লোরি ওয়ালস। তিনি বলেন, রেস্তারাঁ মালিক একজন ইতালীয়। রেস্তোরাঁয় শান্তভাবে সময় কাটানো যায়। এছাড়া রেস্তোরাঁর চিজকেকও বেশ সুন্দর। খেতে বেশ ভালো লাগে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামলার কবল থেকে রক্ষা পান সুমন রেজা নামের রান্নাঘরের এক কর্মী। তিনি সাংবাদিকদের বলেন, হামলাকারীরা বোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হোটেলে ঢুকে বন্দুকের মুখে রেস্তোরাঁর স্টাফ ও কর্মীদের জিম্মি করে। তারা আল্লাহু আকবার বলে হামলা শুরু করে বলেও জানান সুমন রেজা।