ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৪:৪৯:৪৮

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

দুর্নীতি থেকে রক্ষা পেতে মসজিদ-মন্দিরে প্রার্থনার প্রস্তাব গণফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ড. কামাল

| ১৪ ভাদ্র ১৪২১ | Friday, August 29, 2014

 

সীমাহীন লোভ ও ‘দুর্নীতিরোগে’ আক্রান্তদের রোগমুক্তির জন্য দেশের সব মসজিদ-মন্দিরে প্রার্থনা কর্মসূচির প্রস্তাব করেছেন সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

বর্তমান রাজনীতিকে অসুস্থ ও রুগ্ন আখ্যায়িত করে ড. কামাল বলেন, দেশকে নিয়ে যে আকাঙ্খা ও স্বপ্ন দেখেছিলাম তা পূরন হয়নি। একজন উদ্বিগ্ন নাগরিক হিসেবে এ রুগ্ন রাজনীতি থেকে আমরা পরিত্রাণ চাই। আর এজন্য দরকার জাতীয় ঐক্যের।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণফোরামের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, রুগ্ন রাজনীতি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এর একমাত্র চিকিৎসা জাতীয় ঐক্য।

তিনি বলেন, দেশের মালিক জনগণ। আমরা সেই রাজনীতি দেখতে চাই যে রাজনীতি জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে। গণতন্ত্রের নামে আমরা অন্য কিছু মেন নেব না।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান বলেন, দেশে সবকিছু রাজনীতিকরণ করা হয়েছে। বাংলাদেশে নির্বাচনের যে পরিস্থিতি তাতে তত্ত্বাবধায়কের প্রয়োজন আছে।

তিনি বলেন, সংবিধান সংশোধনের আগে দেশের নাগরিকের ঐক্যমত থাকা উচিৎ। তাদের মতামত নেয়া উচিৎ।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)’র সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল প্রমুখ।