ঢাকা, এপ্রিল ২৯, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২৩:১৮:০১

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

খুলনার আড়ংঘাটায় দুই মন্দিরের সভাপতিকে হত্যার হুমকি

| ২৯ আষাঢ় ১৪২৩ | Wednesday, July 13, 2016

ফুলবাড়ীগেট (খুলনা) : সারা দেশে মন্দিরের পুরোহীতদের উপর হামলা এবং হত্যার পর এবার মন্দিরের সভাপতিকে হত্যার হুমকি দিয়ে হলুদ খামে বার্তা পাঠানো হয়েছে। জানাগেছে, নগরীর আড়ংঘাটা থানাধীন শলুয়া সর্বজনিন পুজা মন্দিরের সভাপতি মিহির কুমার এবং শলুয়া নিমতলা সর্বজনিন পুজা মন্দিরের সভাপতি অপুর্ব বিশ্বাসকে হত্যার হুমকি দিয়ে হলুদ খামে মৃত্যুর বার্তা পাঠিয়েছেন অজ্ঞাত স্থান থেকে। গত ৭ জুলাই রাত পৌনে ৮ টায় শলুয়া সর্বজনিন পুজা মন্দিরের সভাপতি মিহির কুমারের দোকানে হলুদ খামে কে বা কারা এই চিঠিটি রেখে যায়। একই সময় শলুয়া নিমতলা সর্বজনিন পুজা মন্দিরের সভাপতি অপুর্ব বিশ্বাসকে হত্যার হুমকি দিয়ে মন্দিরের ভিতরে হলুদ একই ধরনের খামে কম্পিউটারে একই লেখার দুটি চিঠি রেখে যান। এ ব্যাপারে শলুয়া সর্বজনিন পুজা মন্দিরের সভাপতি মিহির কুমার জানান, গত ৭ জুলাই রাতে শলুয়া বাজারে আমার ফটোকপির দোকান থেকে বাইরে গেলে কে বা কারা আমার দোকানের মধ্যে হলুদ খামে একটি চিঠি রেখে যায়। তাতে লেখা ছিলো সারা দেশে পুরোহীত হত্যা করা হচ্ছে যা চলবে এবং ১৪ জুলাই থেকে মন্দিরের সভাপতিদের হত্যা করা হবে। যা খাওয়ার ইচ্ছা ও যাদের সাথে দেখা করার ইচ্ছা দেখা করে নেওয়ার কথা বলা হয়েছে। বিষয়টি রংপুর ১২নং ইউনিয়নের চেয়ারম্যান রাম প্রসাদ জোদ্দারকে অবহিত করলে তিনি গত ৮ জুলাই দুই মন্দিরের সভাপতিসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গকে নিয়ে আড়ংঘাটা থানার অফিসার্স ইনচার্চ মোঃ নাসিম খান, পিপিএম এর সাথে বৈঠক করেন। তিনি আরো জানান প্রেরিত চিঠি গুলো যাচাই বাচাই করে ব্যাবস্থা নেওয়া হবে বলে থানার অফিসার্স ইনচার্চ জানিয়েছেন।