ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২০:১৪:৪৯

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

খালেদা-তারেক সীমা লঙ্ঘনকারী: জাপা চেয়ারম্যান এরশাদ

| ১৪ ভাদ্র ১৪২১ | Friday, August 29, 2014

খালেদা-তারেক সীমা লঙ্ঘনকারী: এরশাদ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে ‘সীমা লঙ্ঘনকারী’ বলে আখ্যায়িত করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। তাদের উদ্দেশ্য করে এরশাদ বলেন, ‘আপনারা সীমা লঙ্ঘন করেছেন, তার ফল পাচ্ছেন।’

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় যুব সংহতি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়ার নাম উল্লেখ না করে এরশাদ বলেন, ‘২০০৭ সালে নির্বাচনের আগে একজন নেত্রী প্রকাশ্য জনসভায় বলেছিলেন- এরশাদের ঠিকানা, জেলখানা জেলখানা। তিনি আরো বলেছিলেন, জেলখানায় যাবে জ্যান্ত, ফিরবে মৃত। কিন্তু এখন দেশবাসীকে জিজ্ঞেস করুন, কে জ্যান্ত আর কে মৃত?’

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘একজন যুবরাজ আছেন, তিনি লন্ডনে থাকেন। ২০০৭ সালের আগে তিনি বলেছিলেন, এরশাদকে জেলে নিয়ে কম্বল পেচিয়ে লাঠিপেটা করা হবে। ২০০৭ সালে তার কি হয়েছিল, দেশবাসী তা জানে।’

খালেদা-তারেককে উদ্দেশ্য করে এরশাদ আরো বলেন, ‘সীমা লঙ্ঘন করবেন না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। আপনারা সীমা লঙ্ঘন করেছেন, তার ফল পাচ্ছেন।’

ঢাকা মহানগর দক্ষিণ জাপার নবনির্বাচিত আহ্ববায়ক সৈয়দ আবুল হোসেন বাবলা ও সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়াকে সংবর্ধনা দিতে সমাবেশটির আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সভাপতিমণ্ডলীর সভাপতি ও পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদসহ শীর্ষ নেতারা।