ঢাকা, মে ৮, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৫:০২:২৫

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

খালেদা জিয়ার মামলার রায় নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর হাতে দমন করা হবে : নৌমন্ত্রী

| ১৪ মাঘ ১৪২৪ | Saturday, January 27, 2018

মাদারীপুর : নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার মামলার রায় নিয়ে বিএনপির আন্দোলনের ঝড় যদি পেট্রোল বোমা মেরে গণহত্যা হয়, তাহলে এই ঝড় বাংলার জনগণ রুখে দেবে।’
শুক্রবার মাদারীপুর শহরের বাদামতলায় অনুভব বহুমুখী সমবায় সমিতির আয়োজনে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে মন্ত্রী বক্তৃতাকালে এই মন্তব্য করেন।
নৌপরিবহন মন্ত্রী আরো বলেন, ‘বিশে^র বিভিন্ন দেশে বড় বড় ক্ষমতাশালী ব্যক্তির নামে মামলা হয়েছে, তাদের সাজাও হয়েছে। এতে এসকল দেশের কেউ আন্দোলন করেনি। অথচ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাজা হলে তারা মেনে নিবেনা বলছে।’
তিনি বলেন, ‘বিএনপি মুখে আইনের প্রতি শ্রদ্ধা দেখায়, তারা আইনের শাসন চায়, কিন্তু আইন যদি তাদের বিপক্ষে যায়, তাহলে সেটা মানবেনা-এটা হতে পারেনা।’
শাজাহান খান আরো বলেন, ২০১৫ সালে পেট্টোল বোমা মেরে জ¦ালাও-পোড়াও করে বিএনপি কোন ফল পায়নি, তেমনি খালেদা জিয়ার মামলার রায় নিয়েও বিএনপির আন্দোলন ফলপ্রসূ হবে না।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, অনুভব বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও সরকারি নাজিমউদ্দিন বিশ^বিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ হিতেন চন্দ্র মন্ডল, সাবেক পৌর মেয়র নুর-ই-আলম বাবু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ অন্যরা।