ঢাকা, মে ৫, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৬:৪৫:০৫

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

খাদিজার হামলাকারীর দ্রুত বিচার নিশ্চিত করতে পুলিশ কমিশনার ও ডিসিকে শিক্ষামন্ত্রীর নির্দেশ

| ২১ আশ্বিন ১৪২৩ | Thursday, October 6, 2016

ঢাকা : সন্ত্রাসী হামলায় আহত কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে দেখতে বুধবার হাসপাতালে যান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মন্ত্রী এ সময় সিলেটের পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের সাথে টেলিফোনে কথা বলেন এবং খাদিজার উপর হামলাকারীর দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
আজ এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়।
খাদিজার চাচা আব্দুল কুদ্দুছসহ অন্যান্য আত্মীয়-স্বজনের সাথে মন্ত্রী এ সময় কথা বলেন।
তিনি খাদিজার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
শিক্ষামন্ত্রী খাদিজার চিকিৎসকদের সাথেও কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। আহত খাদিজার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
জাতীয় সংসদে বুধবারের অধিবেশনে এক সংসদ সদস্যের উত্থাপিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘কলেজ ছাত্রী খাদিজার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর ভাষা আমার নেই’।
তিনি বলেন, হামলাকারী যেই হোক তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরণের জঘন্য অপরাধে লিপ্ত হওয়ার সাহস না পায়।