ঢাকা, মে ৭, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১০:১৮:০১

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

ক্রিকইনফোর চোখে সেরা মুস্তাফিজ ও মিরাজ

| ১২ ফাল্গুন ১৪২৩ | Friday, February 24, 2017

 

দুজনই অভিষেকে দেখিয়েছেন চমক। আর স্বীকৃতিও পেয়েছেন। ক্রিকইনফোর চোখে বর্ষসেরা টি-টোয়েন্টি বোলার হয়েছেন মুস্তাফিজুর রহমান। আর সেরা অভিষিক্ত ক্রিকেটারের পুরস্কার পেলেন মেহেদী হাসান মিরাজ।

আজ শুক্রবার রাতে ক্রিকেটের জনপ্রিয় গণমাধ্যম ক্রিকইনফো নিজেদের ওয়েবসাইটে ২০১৬ সালের সেরাদের নাম জানিয়ে দেয়। আইসিসির বর্ষসেরা পুরস্কারের মতো ক্রিকইনফোর সম্মাননা নিয়েও ক্রিকেটামোদীদের আগ্রহ অনেক।

মুস্তাফিজের জন্য ক্রিকইনফোর স্বীকৃতি এটাই প্রথম নয়। গত বছর সেরা অভিষিক্তের সম্মান পেয়েছিলেন। আর এবার টি-টোয়েন্টির সেরা বোলারের স্বীকৃতি পেলেন। গত বছর ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২২ রানে ৫ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। আর ওই বিধ্বংসী স্পেলকেই সেরা মানছে ক্রিকইনফো।

সেরা অভিষিক্ত ক্রিকেটার হওয়ার দিক থেকে সবচেয়ে বড় দাবিদার ছিলেন মেহেদী হাসান মিরাজ। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন। বাংলাদেশ তাঁর নেতৃত্ব পৌঁছে যায় সেমিফাইনালে। ওই আসরের সেরা খেলোয়াড়ও তিনি। গত বছরই ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় মিরাজের। ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ১৯ উইকেট নেন মিরাজ। ওই কীর্তির জন্যই ক্রিকইনফো মিরাজ ছাড়া অন্যদের নিয়ে ভাবেনি।

যাঁরা সেরা হলেন

টেস্ট ক্রিকেটে সেরা ব্যাটসম্যান হয়েছেন ইংল্যান্ডে বেন স্টোকস। কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫৮ রানের নজরকাড়া ইনিংস খেলেন স্টোকস। দক্ষিণ আফ্রিকান পেসার রাবাদার তোপে ১৬৭ রানে ৪ উইকেট পড়ে যায় কুকের দলের। এরপর ৬ নম্বরে নামেন স্টোকস। যখন আউট হন, তখন স্কোর বোর্ডে ছিল ৬ উইকেটে ৬২২!
সেরা টেস্ট বোলার হয়েছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৭ রানে ৬ উইকেট নেন তিনি। ওই স্পেলের জন্য স্বীকৃতি পান তিনি।

ওয়ানডে ফরম্যাটে সেরা ব্যাটসম্যান হয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। সেঞ্চুরিয়নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭৮ রান করে থেমেছিলেন তিনি। ক্রিকইনফোর চোখে ওই ইনিংসটাই ছিল সেরা।

ওয়ানডে ফরম্যাটে সেরা বোলারের স্বীকৃতি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইন। গায়ানায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৭ রানে ৬ উইকেট নেন তিনি।

সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রাথওয়েট। টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। আর ওই আসরে একাধিক নজরকাড়া ইনিংস খেলেছেন ব্রাথওয়েট। তবে ক্রিকইনফোর চোখে ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৪ রানে অপরাজিত থাকার ইনিংসটিই সেরা।

সেরা অধিনায়কের মুকুট উঠেছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির মাথায়। গত বছর ভারতের টেস্ট দলের নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বে ভারত ১২টি টেস্ট খেলে ৯টিতে জিতেছে, ড্র করেছে তিনটি। একটিও হারেনি!

এ ছাড়া সহযোগী দেশগুলোর মধ্যে সেরা ব্যাটসম্যান হয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ, সেরা বোলার হয়েছেন একই দেশের মোহাম্মদ নবী।