ঢাকা, মে ৩, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৪:০৯:৫৩

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

কোম্পানীগঞ্জে আটক ডাকাত রফিক ১৭টি মামলার আসামী

| ২৮ আশ্বিন ১৪২৩ | Thursday, October 13, 2016

নিজস্ব প্রতিবেদক

কোম্পানীগঞ্জে আটক ডাকাত সর্দার রফিকুল আলম রফিকের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।  তাকে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।

কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েস আলম জানান, আটক ডাকাত রফিকের বিরুদ্ধে ৯টি মামলায় গ্রেফতারি পরোয়ানা, তিনটি মামলায় চার্জশিট এবং ৫টি মামলা তদন্তাধীন আছে। আটক ডাকাত রফিক তার গ্যাংয়ের ১৪ সদস্যের নাম পুলিশের কাছে উল্লেখ করেছে। পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। তার কাছ থেকে ৬ ইঞ্চি ম্যাগজিন সংযুক্ত একটি জাপানী পিস্তল উদ্ধার করা হয়েছে। আটক রফিককে প্রয়োজনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান ওসি।

১৫-২০ জনের একদল ডাকাত মঙ্গলবার রাত ৯টার দিকে ডাকাতির উদ্দেশ্যে কলাবাড়ি এলাকায় ভোলাগঞ্জ ধলাই সেতুর পূর্ব পারে জমায়েত হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বায়েস আলমের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান। পুলিশের উপস্থিতি লক্ষ্য করে ডাকাতরা তাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে থাকে বলে জানান ওসি। পুলিশও পাল্টা গুলি চায়। পাথরের আঘাতে আহত হন ৫ পুলিশ সদস্য।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৩ রাউন্ড গুলি ছুড়ে। পুলিশের হামলায় ডাকাতদলের সদস্যরা পালিয়ে গেলেও ডাকাত সর্দার রফিক মিয়াকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটককৃত ডাকাত নয়াগাঙ্গের পাড়ের মৃত কালাই মিয়ার পুত্র। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিনসহ ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ১৫টি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। ডাকাত দলের ছররা গুলি ও পাথর নিক্ষেপে আহত হয়েছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বায়েস আলম, এস আই রাশেদুল আলম খান, এস আই মোয়াজ্জেম হোসেন, এস আই শফিকুল আলম ও কনস্টেবল বিল্লাল আহমদ। আহতদের মধ্যে এস আই রাশেদুল আলম ও কনস্টেবল বিল্লালকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বায়েস আলম ডাকাতদের লক্ষ্য করে ২৩ রাউন্ড গুলি ছোঁড়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক ডাকাতদলের সদস্য রফিক ১৫টি ডাকাতি ও খুনের মামলার আসামি। এ ছাড়া, পুলিশ ডাকাত দলের ব্যবহৃত ছুরি, রামদা, বল্লম, ডেগার ও মুখোশ উদ্ধার করেছে।