ঢাকা, মে ৪, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০০:৩৬:০৭

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

কেদারনাথ দর্শনে ভিআইপি সংস্কৃতি হটানোর বার্তা মোদির

| ২০ বৈশাখ ১৪২৪ | Wednesday, May 3, 2017

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই এদিন কেদারনাথ মন্দিরে পা রাখেন প্রধানমন্ত্রী৷ পরনে বাদামি লং কোট৷ গলায় লাল স্কার্ফ জড়ানো৷ চোখে কালো চশমা৷ চোখেমুখে অস্থিরতার লেশমাত্র নেই৷ মন্দিরে প্রবেশ করে পুজো দেন প্রধানমন্ত্রী৷ তাঁকে কেদারনাথ মন্দিরের একটি ‘রেপ্লিকা’ উপহার দেওয়া হয়৷ মন্দির থেকে বেরনোর সময় হাসিমুখে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উপস্থিত মানুষদের অভিনন্দনও জানান প্রধানমন্ত্রী৷ উপস্থিত একটি বাচ্চাকে আদর করতেও দেখা যায় তাঁকে৷ সব মিলিয়ে পুজো দেওয়ার পর্ব বেশ উপভোগই করেন মোদি৷ পরে টুইটারে  কেদারনাথ দর্শনের সৌভাগ্যের কথা জানান তিনি৷

এদিন আরও একটা উদাহরণ সকলের সামনে তুলে ধরলেন তিনি৷ গত ‘মন কি বাত’ অনুষ্ঠানেই দেশে ভিআইপি মানসিকতার অবসান ঘটানোর ডাক দিয়েছিলেন তিনি৷ বলেছিলেন ভিআইপি নয়, এখানে ‘এভরি পার্সন ইজ ইমপর্ট্যান্ট’৷ তবে শুধু লালবাতি সরালেই হবে না, এই মানসিকতা দূর করতে হবে৷ এদিন তারই নমুনা রাখেন প্রধানমন্ত্রী৷ মন্দিরে ঢোকার সময় তিনি যখন জুতো খুলে যান, তখন কেউ একজন তাঁকে সাহায্য করেন৷ কিন্তু তাঁকে তা করতে দেননি প্রধানমন্ত্রী৷ বুঝিয়ে দেন, এখানে কেউই ভিআইপি নয়৷ সকলেই নিজের হাতে নিজের কাজ করতে পারেন৷

এদিকে আজই উদযাপিত হচ্ছে সংবাদমাধ্যমের স্বাধীনতা দিবস৷ সে নিয়েও এদিন নিজের বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী৷ নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভাইব্র্যান্ট ও মুক্ত সংবাদমাধ্যমের প্রতি আমাদের সকলকে পূর্ণ সমর্থন রাখতে হবে৷ গণতন্ত্রের অন্যতম শর্ত হিসেবে সংবাদমাধ্যমের স্বাধীনতার কথাও উল্লেখ করেন তিনি৷ এদিন সোশ্যাল মিডিয়ার ক্ষমতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী  বলেন, মিডিয়ার স্বাধীনতায় নয়া মাত্রা যোগ করেছে এই প্ল্যাটফর্ম৷