ঢাকা, মে ৫, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১০:৪২:৪৪

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

কার অবহেলায় চট্টগ্রামের রাস্তার এই খারাপ অবস্থা জানতে চান প্রধানমন্ত্রী !

| ৩০ ফাল্গুন ১৪২৩ | Tuesday, March 14, 2017

মান বজায় রেখে যথাসময়ে সকল উন্নয়ন কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কাজে অবহেলার জন্য দায়ীদের কাউকে ছাড় দেয়া হবে না।

রোববার বিকালে চট্টগ্রামে ‘শেখ হাসিনা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ হুঁশিয়ারি দেন। খবর বাসস’র।

তিনি বলেন, ‘কাজের দায়িত্বপ্রাপ্ত যিনিই হোন মান বজায় রেখে নির্ধারিত সময় অবশ্যই কাজ শেষ করতে হবে… এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।’

শেখ হাসিনা বলেন, ‘যদি কেউ অন্যায় করেন, তিনি যেই হোন না কেন, অপরাধের জন্য তাকে ছাড় দেয়া হবে না।’

এসময় চট্টগ্রাম নগরীর রাস্তাগুলোর দুরাবস্থায় অসন্তোষ প্রকাশ করে তিনি মেয়র এবং সংশ্লিষ্ট অন্যদের এর কারণ খুঁজে বের করতে বলেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

এক্ষেত্রে চট্টগ্রাম নৌ-ঘাঁটি থেকে বোট ক্লাব পর্যন্ত রাস্তার খারাপ অবস্থার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০১৫ সালে যখন তিনি বন্দর নগরী সফর করেন, তখনও তিনি একই অবস্থা প্রত্যক্ষ করেছিলেন।

তিনি বলেন, ‘সেতু নির্মাণের জন্য রাস্তাটি খনন করা হয়েছিল, কিন্তু সেতুর কাজ এখনও শেষ হয়নি… আমি জানতে চাই, কেন এই অবস্থা।’

শেখ হাসিনা বলেন, এর আগে তিনি তার সামরিক সচিবকে, যিনি নিজে চট্টগ্রামের সন্তান, এ বিষয়টি দেখতে নির্দেশ দিয়েছেন এবং সে অনুযায়ী তিনি (সামরিক সচিব) সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সঙ্গে কথা বলেছিলেন।

তিনি বলেন, ‘কর্তৃপক্ষগুলো সামরিক সচিবকে জানিয়েছিল সেতুর কাজ শেষ হবে, কিন্তু এখনও তা শেষ হয়নি।’

প্রধানমন্ত্রী বলেন, জাইকার সহযোগিতায় এলজিইডি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাজটি সম্পন্ন করার কথা ছিল।

তিনি বলেন, ‘জাপানি সংস্থাটি কোনো কাজে দেরি করে- আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই… এ বিলম্বের কারণ অবশ্যই খুঁজে বের করতে হবে।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আমি জানতে চাই, কার অবহেলায় রাস্তাগুলোর এ খারাপ অবস্থা। যদি সমস্যা থাকে তাহলে সমাধান করতে হবে।’

এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘আমি পরবর্তীতে যখন এ নগরীতে আসবো, তখন এ পরিস্থিতি আর দেখতে চাই না।’

এর আগে ফলক উন্মোচনের মাধ্যমে দৈনিক নয় কোটি লিটার পানি সরবরাহের সক্ষমতা সম্পন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।