ঢাকা, এপ্রিল ২৯, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৮:৪৩:২২

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

কারাগার থেকে বের হতেই জামিনপ্রাপ্ত স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীর প্রধানকে গুলি করে হত্যা

| ৮ আষাঢ় ১৪২৩ | Wednesday, June 22, 2016

022238Hemayet

যশোরে জামিন পেয়ে কারাগার থেকে বের হওয়া মাত্রই এক ব্যক্তি সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে। নিহত হেমায়েত উদ্দিন (৩৮) শহরতলির মণ্ডলগাতি এলাকার বাসিন্দা। গতকাল সোমবার রাতে কেন্দ্রীয় কারাগারের সামনে এ ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালি থানার এএসআই নাহিয়ান জানান, একটি অস্ত্র মামলায় জামিন পেয়ে গতকাল রাত পৌনে ৮টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে বের হয় হেমায়েত। কিন্তু কারা ফটকের সামনেই দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।

যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার শাজাহান আহমেদ বলেন, ‘হেমায়েত কারা ফটকের সামনের রাস্তা পর্যন্ত গিয়েছিল। এ সময় দুটি মোটরসাইকেলযোগে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কারাগারের প্রধান ফটকে দায়িত্বরত রক্ষীরা দুর্বৃত্তদের ধাওয়া করে। এ সময় দুটি মোটরসাইকেলের একটি দুই দফা পড়ে যায়। পরে হামলাকারীরা সেটি ফেলেই পালিয়ে যায়।’

শাজাহান আহমেদ আরো বলেন, ‘কারারক্ষীরা ফোনে বিষয়টি জানানোর সঙ্গে সঙ্গে আমি বাসা থেকে চলে আসি। রক্ষীরা জানান, হেমায়েতকে লক্ষ্য করে হামলাকারীরা প্রথমে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে হেমায়েত মাটিতে পড়ে গেলে মৃত্যু নিশ্চিত করতে হামলাকারীরা তার মাথায় আরেক রাউন্ড গুলি চালায়।’

গুলিবিদ্ধ হেমায়েতকে উদ্ধার করে স্থানীয় লোকজনের সহায়তায় জেনারেল হাসপাতালে নিয়ে যান কোতোয়ালি থানার এসআই শাহাবুল। কিন্তু চিকিৎসক আবদুল্লাহ আল মামুন তাকে মৃত ঘোষণা করেন। হেমায়েত স্থানীয় একটি সন্ত্রাসী গোষ্ঠীর প্রধান বলে জানিয়েছে পুলিশ।