ঢাকা, এপ্রিল ২৭, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০২:০৫:১২

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

কারাগারে আদালত স্থাপন আইনসম্মত : অ্যাটর্নি জেনারেল

| ২১ ভাদ্র ১৪২৫ | Wednesday, September 5, 2018

Image result for অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

কারাগারে আদালত স্থাপন প্রসঙ্গে আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘খালেদা জিয়ার নিরাপত্তার স্বার্থেই কারাগারে আদালত স্থাপন করা হয়েছে, এতে তাঁর কোনো অধিকার ক্ষুণ্ণ হয়নি এবং এটি আইনসম্মত।’

আজ বুধবার কারাগারে আদালত স্থাপন করে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের শুনানির পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী বিশেষ জজ আদালত স্থানান্তর করে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি হয় আজ। ওই মামলার আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি ওই কারাগারেই বন্দি আছেন।

বিষয়টি আইনসম্মত কি না, জানতে চাইলে মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘আদালত স্থাপন করার ব্যাপারে সরকার যে গেজেট দিয়েছে সেটা আইন মোতাবেকই দিয়েছে। এটা সঠিকভাবেই দিয়েছে। এতে কোনো আইন লঙ্ঘিত হয়নি।’

মাহবুবে আলম আরো বলেন, ‘রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন সবার আগে।’ তিনি আরো বলেন, ‘একজন আসামির আইনগত যত সুবিধা আছে তার থেকে তিনি (আসামি) বঞ্চিত হলেন কি না, সেটা হলো বড় কথা।’

শুনানি শেষে বিশেষ জজ আদালতের বিচারক ড. আক্তারুজ্জামান মামলার পরবর্তী কার্যক্রম আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। এ সময় পর্যন্ত এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন বহাল রাখেন আদালত।