ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১০:০৯:২৮

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

কলম্বিয়ায় শান্তি প্রক্রিয়ার মাঝে ‘অব্যাহত নিরাপত্তাহীনতায়’ নিরাপত্তা পরিষদের উদ্বেগ

| ১৩ শ্রাবণ ১৪২৫ | Saturday, July 28, 2018

জাতিসংঘ: কলম্বিয়ায় চলমান শান্তি প্রক্রিয়ার মাঝে ‘অব্যাহত নিরাপত্তাহীনতায়’ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার উদ্বেগ প্রকাশ করেছে।
পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কলম্বিয়ায় কমিউনিটি ও সামাজিক নেতৃবৃন্দকে হত্যাসহ সংঘাত জর্জরিত কিছু এলাকায় সহিংসতা ও মাদক পাচার এবং ‘অব্যাহত নিরাপত্তাহীনতায়’ পরিষদের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন।
এসব চ্যালেঞ্জ মোকাবেলায় গৃহীত কৌশল তুলে ধরে নিরাপত্তা পরিষদের সদস্যরা কলম্বিয়া সরকার এবং দায়িত্বশীল সকল নিরাপত্তা এবং বেসামরিক প্রতিষ্ঠানকে এসব এলাকায় তাদের উপস্থিতি জোরদারের আহ্বান জানান।
তারা চলতি মাসের গোড়ার দিকে প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ইভান দুকো, রাষ্ট্রীয় প্রধান প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতা পরিহারে চুক্তি সাক্ষরকে স্বাগত জানান।
নিরাপত্তা পরিষদের সদস্যরা সাবেক রেভ্যুলিশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া-পিপলস আর্মি(এফএআরসি-ইপি) সদস্যদের পূর্ণ রাজনৈতিক, আইনী এবং আর্থ-সামাজিক অন্তর্ভূক্তিকরণের গুরুত্বারোপের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
পরিষদ সদস্যরা শান্তিচুক্তি বাস্তবায়নে কলম্বিয়ার সঙ্গে অব্যাহতভাবে কাজ করার অঙ্গীকারও ব্যাক্ত করেন।