ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২৩:৫৮:২৫

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

কর্তব্যরত পুলিশ সদস্যদের ফোন ব্যবহার না করার নির্দেশ

| ২৯ ফাল্গুন ১৪২৪ | Tuesday, March 13, 2018

কর্তব্যরত পুলিশ সদস্যদের ফোন ব্যবহার না করার নির্দেশ

দায়িত্ব পালনকালে জরুরি প্রযোজন ছাড়া পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশ। এছাড়া সেলফি বা ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট না দেয়ার ওপর নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনায় বলা হয়েছে, পুলিশ সদস্যরা দায়িত্ব পালনের সময় দাফতরিক বা জরুরি প্রয়োজন ছাড়া অনিয়ন্ত্রিতভাবে মোবাইল ফোন ব্যবহার করছে।

দায়িত্ব পালনরত অবস্থায় তাদের মোবাইল ফোন ব্যবহার যথাযথভাবে দায়িত্ব পালনকে ব্যাহত করার পাশাপাশি পুলিশ সদস্যদের ব্যক্তি নিরাপত্তাসহ নিজ নামে ইস্যুকৃত অস্ত্র-গুলি ও অন্যান্য সরকারি সম্পদের যথাযথ নিরাপত্তাকে বিঘ্নিত করে যা কোনোভাবেই কাম্য নয়।

এস্কট ডিউটি, ভিভিআইপি ডিউটিসহ সকল প্রকার অপারেশন/ডিউটিতে নিয়োজিত ডিউটিতে পুলিশদের ফোন ব্যবহার না করার নির্দেশও দেয়া হয়।

নির্দেশনায় ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত যথাযথ নির্দেশনা মেনে চলতে বলা হয়। এছাড়া কর্তব্যরত অবস্থায় পুলিশ সদস্যরা সেলফি বা ছবি তুলে যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট না করেন সেই নির্দেশ দেয়া হয়।