ঢাকা, এপ্রিল ৩০, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১২:২৬:০৫

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলা করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

| ৩ আশ্বিন ১৪২৩ | Sunday, September 18, 2016

গোপালগঞ্জ : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সকলেই ক্ষতিগ্রস্থ হয়েছে। জঙ্গি, সন্ত্রাসীরা সংখ্যায় কম। আমরা ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলা করবো।
তিনি আজ রবিবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় উন্নত প্রযুক্তির মাধ্যমে দেশী মুরগি পালন প্রশিক্ষণের উদ্বোধন এবং খামারিদের মাঝে মুরগি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এ সব কথা বলেন।
কোটালীপাড়ায় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমী সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এ অনুষ্ঠানের আয়োজন করে।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, এ দেশ সাম্প্রদায়িক সম্প্রিতির দেশ। এখানে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা অতি অল্প সময়ের মধ্যে জঙ্গি দমনে সক্ষম হয়েছি।
তিনি দেশবাসী ঈদুল আজহা শান্তিপূর্ণভাবে উৎসবের আমেজে পালন করেছে জানিয়ে আরও বলেন, কেউ টু-শব্দ করার সাহস পায়নি। আসন্ন শারদীয় দুর্গোৎসব আমরা সাড়ম্বরে পালন করবো।
বাংলাদেশ প্রাণি সম্পদ গবেষণা ইনষ্টিটিউট মহাপরিচালক ড. তালুকদার নুরুন্নাহারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, লক্ষ্মী রানী সরকার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাফেজা বেগম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দেশী মুরগি সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক শাকিলা ফারুক, বাংলাদেশ প্রাণি সম্পদ গবেষণা ইনষ্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আজহারুল ইসলাম তালুকদার।
পরে কোটালীপাড়া উপজেলার ৫০ জন খামারির মধ্যে অনুষ্ঠানের প্রধান অতিথি মুরগি বিতরণ করেন।