ঢাকা, এপ্রিল ২৭, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৯:৪৫:৪৭

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

এক রাতে ‘বন্দুকযুদ্ধে’ চারজন নিহত

| ৭ মাঘ ১৪২৪ | Saturday, January 20, 2018

যশোর সদর ও ঝিকরগাছা উপজেলায় এক রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ চারজন নিহত হয়েছেন।

যশোর সদর ও ঝিকরগাছা উপজেলায় এক রাতে কথিত বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, ডাকাতদের মধ্যে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

জেলা পুলিশ সুপার আনিসুর রহমান আজ শনিবার সকালে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের পরিচয় জানা যায়নি। লাশগুলো যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছেন।

সদর উপজেলার নোঙ্গরপুরের ‘বন্দুকযুদ্ধ’ সম্পর্কে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান যে ভাষ্য দিয়েছেন, তা এরকম- ‘আজ ভোররাতে যশোর-মাগুরা সড়কের নোঙ্গরপুর এলাকায় দুটি ডাকাতদলের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় খবর পেয়ে পুলিশের কয়েকটি দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ গুলিতে নিহত দুজনের লাশ উদ্ধার করে।’

ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শ্যুটারগান, দুটি গুলি, পাঁচটি কার্তুজ, পাঁচটি ধারালো অস্ত্র, দড়ি, স্যান্ডেলসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয় বলেও দাবি করেন এসআই মোখলেসুর।

আর ঝিকরগাছা উপজেলার চাপাতলা গ্রামের মাঠের ‘বন্দুকযুদ্ধের’ বর্ণনা দিতে গিয়ে ঝিকরগাছা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম বলেন, ‘চাপাতলা গ্রামের মধ্যে ডাকাত ঢুকে পড়েছে- এলাকাবাসীর কাছ থেকে এমন খবর পেয়ে পুলিশের একটি দল চাপাতলা মাঠে অভিযান চালায়। পরে সেখান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।’

‘ডাকাতির পণ্য ভাগাভাগি নিয়ে বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।’

এএসআই আরো বলেন, এখান থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।