ঢাকা, মে ৪, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৭:৫৬:০২

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

এক মাসের মধ্যেই ব্যাংকের সুদের হার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসা হবে : মুহিত

| ১৮ চৈত্র ১৪২৪ | Sunday, April 1, 2018

ঢাকা : অর্থমন্ত্রী এ এম এ মুহিত বলেছেন, ব্যাংকিং খাতে সুদের হার এক মাসের মধ্যে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসা হবে।
তিনি আজ সোনারগাঁও হোটেলে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ‘আমি জেনে আনন্দিত যে, ব্যাংকারগণ সুদের হার এক মাসের মধ্যে সিঙ্গেল ডিজিটে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।’
মুহিত বলেন, হঠাৎ করেই সুদের হার বেড়ে গেছে, তবে চলতি বছর সুদের হার অবশ্যই সিঙ্গেল ডিজিট হবে।
তিনি বলেন, নগদ অর্থ সংকট মোকাবেলায় বেসরকারি ব্যাংকগুলোতে সরকারি সংস্থাগুলোর তহবিলের জামানতের অর্থ বর্তমান সীমা ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ইউনুসুর রহমান, অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং জনতা ব্যাংক চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ফজলে কবির বলেন, বৃহৎ ঋণের চেয়ে ক্ষুদ্র ও মাঝারি ঋণ গ্রহিতাদের ঋণ আদায় হার তুলনামূলক ভালো। এ জন্য তিনি বৃহৎ ঋণের পরিবর্তে ক্ষুদ্র ও মাঝারি ঋণের প্রতি গুরুত্ব দেয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেন।
তিনি ব্যাংকের লোকসানি শাখাগুলোর লোকসান কমিয়ে আনতে কর্মপরিকল্পনা গ্রহণ এবং সকল স্তরে সুশাসন প্রতিষ্ঠার আহবান জানান্
ইউনুসুর রহমান গ্রাহকদের মাঝে ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সর্বোত্তম গ্রাহক সেবা প্রদানে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর প্রতি আহবান জানান।
তিনি বলেন, রাষ্ট্রীয় ব্যাংকগুলোর কর্মকর্তারা মেধাবী। নিয়োগ পরীক্ষায় ব্যাংক প্রতিযোগিতার মাধ্যমে তাদের নিয়োগ দেয়া হচ্ছে। যাতে তারা সহজেই গ্রহাকদের সন্তুষ্টি অর্জন করতে পারে।
তিনি তৃণমূল পর্যায়ে মানুষের কাছে অর্থ প্রবাহ পৌঁছে দিতে গ্রামীণ পর্যায়ে আরো শাখা খোলার জন্য ব্যাংকগুলোর প্রতি আহবান জানান।
লুনা শামসুদ্দোহা বলেন, জনতা ব্যাংক সাধারণ মানুসের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশব্যাপী সকল শ্রেণী মানুষের ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে।
তিনি বলেন, গ্রাহকদের আন্তর্জাতিক মানের সেবা দিতে আমরা ব্লক চেইন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারনেট ব্যবহারসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।