ঢাকা, মে ৭, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৫:২৮:১৭

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

একজন হিন্দুর ওপর আক্রমণ সবার ওপর আক্রমণ: গওহর রিজভী

| ৬ অগ্রহায়ন ১৪২৩ | Sunday, November 20, 2016

গওহর রিজভী

গওহর রিজভী

দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, এগুলো অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ। এর নেতিবাচক প্রভাব বহির্বিশ্বেও পড়েছে। তিনি সন্ত্রাসবাদ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অভ্যন্তরীণ সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের গভীরে গিয়ে এর সূত্র নির্ণয় করতে হবে।
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশে সন্ত্রাসবাদ নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে গওহর রিজভী এসব কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনা প্রসঙ্গে গওহর রিজভী বলেন, ‘হিন্দুসম্প্রদায়ের একজনের ওপর আক্রমণ হচ্ছে আমাদের সবার ওপর আক্রমণ। শুধু হিন্দুসম্প্রদায়ের মানুষ নয়, বাংলাদেশি হিসেবে আমরা সবাই এর প্রতিবাদ জানাচ্ছি।’ তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস সহনশীলতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের ইতিহাস। এখানে সন্ত্রাসবাদের ঠাঁই নেই।
দেশে এখন সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে গওহর রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে।
রাষ্ট্রবিজ্ঞান সমিতি আয়োজিত এই সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি আবদুল মোমেন, তথ্য কমিশনার অধ্যাপক খুরশিদা সাঈদ, রাষ্ট্রবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব রাজেশ ইউকি প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি গিয়াসউদ্দিন মোল্যা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আনিসুজ্জামানসহ তিনজন তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধের ওপর আলোচনা করতে গিয়ে ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।
সাংবাদিক মশিউল আলম ইসলামিক স্টেটের (আইএস) উদ্ভব, এখন পর্যন্ত টিকে থাকা ও তাদের নৃশংসতা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ইসলামি জঙ্গিবাদের দ্বারা ক্ষতিগ্রস্ত বা ভুক্তভোগী ব্যক্তিদের ৯৫ শতাংশই মুসলমান।তথ্য-http://m.prothom-alo.com/bangladesh/article/1024035/%E0%A6%8F%E0%A6%95%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A3-%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A3-%E0%A6%97%E0%A6%93%E0%A6%B9%E0%A6%B0