ঢাকা, মে ৩, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১২:১৯:০৩

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

এইডস জিকার চেয়েও ভয়ঙ্কর ভাইরাসের সন্ধান ! কীভাবে বাঁচবেন মারণ ভাইরাসের হাত থেকে?

| ৩০ জ্যৈষ্ঠ ১৪২৩ | Monday, June 13, 2016

notunrog

বিশ্বে AIDS-কেই সবচেয়ে ভয়াবহ রোগ বলে ধরা হয়। এখন সেই তালিকায় নাম লিখিয়েছে জিকাও। কিন্তু এই ভাইরাস HIV, জিকার থেকেও মারাত্মক। যৌন সঙ্গমের সময় প্রতিরোধক নিয়ে আপনি HIV ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে পারলেও, এই ভাইরাসকে প্রতিরোধকের মাধ্যমে ঠেকানো সম্ভব নয়। এমনই মারণ ভাইরাস এটি। কী নাম এই ভাইরাসের?
হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV)

শরীরে এই ভাইরাস ঢুকলে প্রথমে যৌনাঙ্গ তারপর ধীরে ধীরে শরীরের বিভিন্ন স্থান জায়গায় জায়গায় ফুলে উঠতে শুরু করে। কখনও ছোটো ছোট গুটির ন্যায়, কখনও আবার একসঙ্গে অনেকগুলি করে। শেষ পরিণতিতে ক্যান্সার।

কীভাবে ছড়ায় HPV?
অসুরক্ষিত-সুরক্ষিত যেকোনও যৌন সঙ্গমের সময়ই সংক্রমণ হতে পারে এই ভাইরাসের। আগে থেকে না জানা থাকলে এই ভাইরাসের সংক্রমণ ঠেকানো দুঃসাধ্য। সমীক্ষা বলছে, পুরুষদের থেকে মহিলারা প্রায় ৫ শতাংশ বেশি সংক্রমিত হন এই ভাইরাসে।

কীভাবে বাঁচবেন মারণ ভাইরাসের হাত থেকে?
একমাত্র উপায় ভ্যাকসিনেশন। পুরুষ ও মহিলা, দুই ক্ষেত্রেই এই ভ্যাকসিন কাজে দেয়।
এই পোস্টটিকে লাইক করার চেয়ে শেয়ার করলে ব্যাপারটা সবাই জানতে পারবে।
দয়া করে এটিকে বেশি বেশি করে শেয়ার করুন।
যদি কেউ মনে করে বিশেষজ্ঞ চিকিৎসক এর সাথে আলোচনা করতে পারেন।
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য।

 

বিশ্বে AIDS-কেই সবচেয়ে ভয়াবহ রোগ বলে ধরা হয়। এখন সেই তালিকায় নাম লিখিয়েছে জিকাও। কিন্তু এই ভাইরাস HIV, জিকার থেকেও মারাত্মক। যৌন সঙ্গমের সময় প্রতিরোধক নিয়ে আপনি HIV ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে পারলেও, এই ভাইরাসকে প্রতিরোধকের মাধ্যমে ঠেকানো সম্ভব নয়। এমনই মারণ ভাইরাস এটি। কী নাম এই ভাইরাসের?

হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV)

শরীরে এই ভাইরাস ঢুকলে প্রথমে যৌনাঙ্গ তারপর ধীরে ধীরে শরীরের বিভিন্ন স্থান জায়গায় জায়গায় ফুলে উঠতে শুরু করে। কখনও ছোটো ছোট গুটির ন্যায়, কখনও আবার একসঙ্গে অনেকগুলি করে। শেষ পরিণতিতে ক্যান্সার।

কীভাবে ছড়ায় HPV?

অসুরক্ষিত-সুরক্ষিত যেকোনও যৌন সঙ্গমের সময়ই সংক্রমণ হতে পারে এই ভাইরাসের। আগে থেকে না জানা থাকলে এই ভাইরাসের সংক্রমণ ঠেকানো দুঃসাধ্য। সমীক্ষা বলছে, পুরুষদের থেকে মহিলারা প্রায় ৫ শতাংশ বেশি সংক্রমিত হন এই ভাইরাসে।

কীভাবে বাঁচবেন মারণ ভাইরাসের হাত থেকে?

একমাত্র উপায় ভ্যাকসিনেশন। পুরুষ ও মহিলা, দুই ক্ষেত্রেই এই ভ্যাকসিন কাজে দেয়।

এই পোস্টটিকে লাইক করার চেয়ে শেয়ার করলে ব্যাপারটা সবাই জানতে পারবে।

দয়া করে এটিকে বেশি বেশি করে শেয়ার করুন।

যদি কেউ মনে করে বিশেষজ্ঞ চিকিৎসক এর সাথে আলোচনা করতে পারেন।

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য।বিশ্বে AIDS-কেই সবচেয়ে ভয়াবহ রোগ বলে ধরা হয়। এখন সেই তালিকায় নাম লিখিয়েছে জিকাও। কিন্তু এই ভাইরাস HIV, জিকার থেকেও মারাত্মক। যৌন সঙ্গমের সময় প্রতিরোধক নিয়ে আপনি HIV ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে পারলেও, এই ভাইরাসকে প্রতিরোধকের মাধ্যমে ঠেকানো সম্ভব নয়।এমনই মারণ ভাইরাস এটি। কী নাম এই ভাইরাসের? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV)শরীরে এই ভাইরাস ঢুকলে প্রথমে যৌনাঙ্গ তারপর ধীরে ধীরে শরীরের বিভিন্ন স্থান জায়গায় জায়গায় ফুলে উঠতে শুরু করে। কখনও ছোটো ছোট গুটির ন্যায়, কখনও আবার একসঙ্গে অনেকগুলি করে। শেষ পরিণতিতে ক্যান্সার।কীভাবে ছড়ায় HPV? অসুরক্ষিত-সুরক্ষিত যেকোনও যৌন সঙ্গমের সময়ই সংক্রমণ হতে পারে এই ভাইরাসের। আগে থেকে না জানা থাকলে এই ভাইরাসের সংক্রমণ ঠেকানো দুঃসাধ্য। সমীক্ষা বলছে, পুরুষদের থেকে মহিলারা প্রায় ৫ শতাংশ বেশি সংক্রমিত হন এই ভাইরাসে।কীভাবে বাঁচবেন মারণ ভাইরাসের হাত থেকে? একমাত্র উপায় ভ্যাকসিনেশন। পুরুষ ও মহিলা, দুই ক্ষেত্রেই এই ভ্যাকসিন কাজে দেয়।এই পোস্টটিকে লাইক করার চেয়ে শেয়ার করলে ব্যাপারটা সবাই জানতে পারবে।দয়া করে এটিকে বেশি বেশি করে শেয়ার করুন।যদি কেউ মনে করে বিশেষজ্ঞ চিকিৎসক এর সাথে আলোচনা করতে পারেন।মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য।