ঢাকা, এপ্রিল ২৯, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৭:৩৫:২৮

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

আসামিরা প্রভাবশালীর সন্তান হলেও ছাড় পাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

| ২৭ বৈশাখ ১৪২৪ | Wednesday, May 10, 2017

আসামিরা প্রভাবশালীর সন্তান হলেও ছাড় পাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গুলশানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী গণধর্ষনের ঘটনায় অপরাধীদের কোন অবস্থায় ছাড় দেয়া হবে না। আইন নিজের গতিতেই চলবে। মামলার আসামিদের ধরতে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে। আসামিরা যাতে দেশের বাইরে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। আশাকরি খুব শিগগিরই আসামিরা গ্রেফতার হবে।

 

মঙ্গলবার রাতে ইত্তেফাকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

 

আসামিরা প্রভাবশালী পরিবারের সন্তান বলে পুলিশ তাদের ধরতে গরিমসি করছে বলে অভিযোগ উঠেছে। এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রভাবশালী বলে কোন কিছু নেই। প্রভাবশালী হলেও কারো জন্য ছাড় নেই।  তিনি আরো বলেন, বর্তমানে সরকারদলীয় দুই সংসদ সদস্য কারাগারে রয়েছেন। 

 

উল্লেখ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী গত ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইন ট্রি’হোটেলে ধনাঢ্য ব্যবসায়ীর ছেলে সাফাত আহমেদের জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে ধর্ষণের শিকার হন। তবে এ ঘটনার ৪০ দিন পর গত শনিবার সন্ধ্যায় বনানী থানায় সাফাতসহ ৫ জন আসামি করে মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত ৪ আসামি হলেন- সাফাতের বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ, সাফাতের গাড়িচালক বিল্লাল এবং তার দেহরক্ষী আজাদ।

 

এর মধ্যে সাফাত আহমেদ আপন জুয়েলার্সের মালিকদের একজন দিলদার আহমেদের ছেলে।  সাদমান সাকিফ রেগনাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হোসাইন জনির ছেলে। নাঈম আশরাফ ই-মেকার্স বাংলাদেশের মালিক এবং একজন আওয়ামী লীগ নেতার ছেলে।