ঢাকা, মে ৫, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৮:০৭:৩৬

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

আজ নিত্যানন্দ প্রভুর আর্বিভাবতিথি শুভ নিত্যানন্দ ত্রয়োদশী

| ২৭ মাঘ ১৪২৩ | Thursday, February 9, 2017

নিত্যানন্দ ত্রয়োদশী এর চিত্র ফলাফল

আজ পরমদয়াল পতিতপাবন প্রেমদাতা নিত্যানন্দ প্রভুর আর্বিভাবতিথি  শুভ নিত্যানন্দ ত্রয়োদশী। বীরভূম জেলায় অবস্থিত একচক্রাধামে কলিযুগপাবনাবতার, প্রেমদাতা, পরমদয়াল, করুনাময় শ্রী নিত্যানন্দ প্রভুর আর্বিভূত হন। পিতা নাম শ্রী হাড়াই পন্ডিত, মা শ্রীমতি পদ্মাবতী। পিতামাতার কোলে সাতটি সন্তানের মধ্যে নিত্যানন্দ ছিলেন জ্যেষ্ঠ। অন্যদের নাম কৃষ্ণানন্দ, সর্বানন্দ, ব্রহ্মানন্দ, পুর্ণানন্দ, প্রেমানন্দ, ও বিশুদ্ধানন্দ। প্রভুর শিশুবেলার নাম ছিল কুবের। শৈশবে মাত্র বার বছর বয়সে জনৈক সন্ন্যাসীর সাথে তীর্থ ভ্রমণ বের হন। তখন তিনি অবধুত সংস্কারমুক্ত ও পরম পবিত্র । কোন সংকীর্ণতা স্পর্শ করতে পারেনি এই অবধুত সন্ন্যাসীকে। দয়াল নিতাই প্রেমময় নিতাই গোপবেশে বৃন্দাবনে জনে জনে জিজ্ঞাসু নয়নে খুজে বেড়িয়েছেন ভাই কানাইয়ের অনুসন্ধানে । শুনলেন নবদ্বীপে গিয়েছেন ভাই কানাই। নন্দনাচার্য্যের বাড়ীতে প্রথম মিলন হয় গৌরাঙ্গ মহাপ্রভু সাথে পরম দয়ালু নিত্যানন্দের। শ্রীবাস আঙ্গিনা থেকে শুরু হয় আমাদের পরমদয়াল পতিতপাবন প্রেমদাতা নিত্যানন্দের হরিনাম সংকীর্তনের বিজয়যাত্রা ।
পদকর্তা-শ্রীল নরোত্তম দাস ঠাকুর
বলছেন
========================
নিতাই-পদকমল, কোটিচন্দ্র-সুশী
তল,
যে ছায়ায় জগৎ জুড়ায়।
হেন নিতাই বিনে ভাই, রাধাকৃষ্ণ পাইতে
নাই,
দৃঢ় করি’ ধর নিতাইর পায়।।
সে সম্বন্ধ নাহি যা’র বৃথা জন্ম গেল
তা’র,
সেই পশু বড় দুরাচার।
নিতাই না বলিল মুখে, মজিল সংসার
সুখে,
বিদ্যা-কুলে কি করিবে তার।।
অহঙ্কারে মত্ত হৈঞা, নিতাই-পদপাসরিয়া,
অসত্যেরে সত্য করি’ মানি।
নিতাইয়ের করুনা হ’বে, ব্রজে
রাধাকৃষ্ণ পাবে,
ধর নিতাইয়ের চরণ দু’ খানি।।
নিতাইয়ের চরণ সত্য, তাঁহার সেবক
নিত্য,
নিতাই-পদ সদা কর আশ।
নরোত্তম বড় দুঃখী, নিতাই
মোরে কর সুখী,
রাখ রাঙ্গা-চরণের পাশ।।