ঢাকা, মে ৬, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৭:৩৭:৪৮

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

অনিবন্ধিত মোবাইল সিম ১ মে থেকে বন্ধ হয়ে যাবে : তারানা হালিম

| ৭ বৈশাখ ১৪২৩ | Wednesday, April 20, 2016


ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম আজ বলেছেন, বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন ছাড়া অনিবন্ধিত মোবাইল সিমগুলো ১ মে তারিখ থেকে নোটিস পাঠিয়ে বন্ধ করে দেয়ার কাজ শুরু হবে।
তিনি বলেন, ‘সিম বন্ধ করার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে অনিবন্ধিত সিম বরাবরে নোটিস পাঠানো হবে। এরপর সেগুলো এক ঘন্টার জন্য বন্ধ করা হবে এবং ২/১ দিন পরে আবারও অনুরূপ করা হবে। এরপরও সেগুলো বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন না করলে চূড়ান্তভাবে বন্ধ করে দেয়া হবে।’
আজ সচিবালয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন বুথের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
২৮ এপ্রিল পর্যন্ত সকল অপারেটরের সিম এসব বুথ থেকে নিবন্ধন করা যাবে।
প্রায় ৬ কোটি ৩৫ লাখ সিম নিবন্ধনের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট সিম নিবন্ধনের কাজ শেষ হবে।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ৩০ এপ্রিলের মধ্যে চলমান মোবাইল সিম নিবন্ধনের কাজ পুরোপুরি শেষ হবে।
তারানা হালিম জানান, বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ অন্যান্য পাবলিক প্লেসে প্রচারণা চালানো হবে।