ঢাকা, অক্টোবর ২, ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০, স্থানীয় সময়: ০১:৫০:৫২

এ পাতার অন্যান্য সংবাদ

ইউক্রেনে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিন : ন্যাটো প্রধান মাশা আমিনির মৃত্যুবার্ষিকীতে ইরানে গার্ডকে গুলি করে হত্যা খার্তুমে বিমান হামলায় পাঁচ শিশুসহ নিহত ১৭ ন্যাটোতে যোগ দেওয়ার সহজ পথ পাবে না ইউক্রেন: বাইডেন বাল্টিক সাগরে যুক্তরাষ্ট্রের ২টি যুদ্ধবিমানকে ধাওয়া দিয়েছে রাশিয়া মেক্সিকোতে এক সাংবাদিককে গুলি করে হত্যা গোলাবারুদ পরিকল্পনার আওতায় ইউক্রেনে ২ লক্ষ শেল পাঠানো হয়েছে : ইইউ যুক্তরাজ্য সফরে ‘যুদ্ধবিমান জোট’ গঠনের লক্ষ্যের কাছাকাছি ইউক্রেন নেতা নিউজিল্যান্ডে হোস্টেলে আগুন লেগে ৬ জনের প্রাণহানি ইউক্রেনের পরমাণু প্ল্যান্ট পরিস্থিতি ‘বিপজ্জনক অবস্থায়’ : জাতিসংঘ পরমাণু প্রধান

রাশিয়ার ‘প্রতিটি হামলার জবাব’ দেবে ইউক্রেন : জেলেনস্কি

| ৯ চৈত্র ১৪২৯ | Thursday, March 23, 2023

কিয়েভ, ইউক্রেন: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার বলেছেন, তার দেশ রাশিয়ার প্রতিটি হামলার জবাব দেবে। কিয়েভ অঞ্চলে মস্কোর হামলায় কমপক্ষে সাত জন নিহত এবং দক্ষিণ জাপোরিজিয়ায় আরেকজন নিহত হওয়ার পর তিনি এ কথা বলেন। খবর এএফপি’র।
জেলেনস্কি বলেন, ‘আমরা অবশ্যই আমাদের বিভিন্ন শহরে চালানো দখলদারদের প্রতিটি হামলার জবাব দেব।’
তিনি আরো বলেন, ‘জাপোরিঝিয়ায় রাশিয়ার আজকের হামলা, কিয়েভ অঞ্চলে রাতের হামলাসহ মস্কো বাহিনীর সকল হামলার একটি সামরিক, রাজনৈতিক এবং আইনি প্রতিক্রিয়া জানানো হবে।’