ঢাকা, অক্টোবর ২, ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০, স্থানীয় সময়: ০০:০৮:২৭

এ পাতার অন্যান্য সংবাদ

মেডিকেল প্রশ্নপত্রফাঁস: ডা. তারিমসহ ছয়জন রিমান্ডে নাইকো দুর্নীতি মামলা : খালেদাসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অব্যাহত ঈশ্বরদীতে যুবককে গুলি করে হত্যার অভিযোগ কুতুপালং ক্যাম্পে গুলি, সাব মাঝি নিহত সায়েন্সল্যাবে পুলিশের উপর বিএনপি কর্মীদের হামলা, বাসে অগ্নিসংযোগ আয়কর নিয়ে ড. ইউনূসের তিন মামলার রায় ৩১ মে সাতক্ষীরায় ধানবোঝাই ট্রাক উল্টে দুজন নিহত বাফুফে কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে হাইকোর্টের নির্দেশ সংখ্যালঘু নির্যাতন ও সোনালী রানী দাস(১৪)কে অপহরনের প্রতিবাদে হিন্দু ফোরামের মানববন্ধন সাতক্ষীরায় শেখ হাসিনার ওপর হামলার মামলার যুক্তিতর্ক উপস্থাপন

বাফুফে কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে হাইকোর্টের নির্দেশ

| ২ জ্যৈষ্ঠ ১৪৩০ | Tuesday, May 16, 2023

ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ব্যারিস্টার সুমনের দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রুলসহ এ আদেশ দেন।
চার মাসের মধ্যে এ অনুসন্ধান সম্পন্ন করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি নির্দেশ দেয়া হয়েছে।
রুলে বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও আবু নাঈম সোহাগের বিরুদ্ধে অর্থ পাচার, জালিয়াতি, অর্থ আত্মসাতের অনুসন্ধানে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে বিবাদীদের ব্যর্থতা বা নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না-তা জানতে চাওয়া হয়েছে।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
রিটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, ক্রীড়া সচিব, এনবিআর চেয়ারম্যান, ফুটবল ফেডারেশনসহ সংশ্লিষ্টদের বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে। সুমন বাসসকে বলেন, ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের দুর্নীতির কারণে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন হচ্ছে না।