ন্যাটোতে যোগ দেওয়ার সহজ পথ পাবে না ইউক্রেন: বাইডেন
|
৪ আষাঢ় ১৪৩০ |
Sunday, June 18, 2023
ছবি: এএফপি
সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে ইউক্রেনের জন্যে বিশেষ কোন ব্যবস্থা করবে না যুক্তরাষ্ট্র। রুশ আগ্রাসন সত্ত্বেও শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ কথা বলেছেন। ওয়াশিংটনের কাছে সামরিক ঘাঁটিতে সাংবাদিকদের তিনি বলেন, ইউক্রেনকে একই মান অর্জন করতে হবে। সুতরাং আমরা এটাকে সহজ করতে যাচ্ছি না।
ন্যাটো নেতৃবৃন্দ আগামী মাসে লিথুনিয়ায় বৈঠক করতে যাচ্ছেন। এ প্রেক্ষাপটে বাইডেন এ মন্তব্য করলেন।
এদিকে ন্যাটো জোটের প্রধান স্টলটেনবার্গ বলেছেন, প্রতীকী পদক্ষেপ হিসেবে জোট নেতারা লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে ন্যাটো-ইউক্রেন কাউন্সিলের প্রথম অধিবেশন আয়োজন করতে যাচ্ছেন।
এই বৈঠক নিরাপত্তা বিষয়ে আলোচনার জন্যে কিয়েভকে সমান সুযোগ তৈরি করে দেবে। তবে কিয়েভের সদস্যপদ পাওয়া নিয়ে বৈঠকে কোন আলোচনা হবে না বলে স্টলটেনবার্গ জানিয়েছেন।
ন্যাটোর পূর্ব ইউরোপের দেশগুলো সদস্যপদ পেতে ইউক্রেনের জন্যে একটি ভালো রোডম্যাপের জন্যে চাপ দিচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ও জার্মানির মতো দেশগুলো কিয়েভ একদিন যোগ দেবে- এ ধরনের অস্পষ্ট অঙ্গীকারের বাইরে যেতে তেমন একটা ইচ্ছুক নয়।