ঢাকা, অক্টোবর ১৩, ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১, স্থানীয় সময়: ১৬:১১:২৮

মেহজাবিনের এই শাড়ির দাম কত, জানেন?

| ৩১ ভাদ্র ১৪৩১ | Sunday, September 15, 2024

আজ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিন। এবারের উৎসব নানা দিক থেকেই বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ। চলচ্চিত্রের এই মর্যাদাপূর্ণ উৎসবে প্রদর্শিত হয়েছে মেহজাবিন চৌধুরী অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সাবা’। নির্মাতা মাকসুদ হোসেনেরও প্রথম চলচ্চিত্র এটি। উৎসব শুরুর আগেই বিক্রি হয়ে গিয়েছিল ‘সাবা’ সিনেমার সব টিকিট। বাহবা পেয়েছে মেহজাবিনের স্বতঃস্ফূর্ত অভিনয়। উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ারে মেহজাবিন দেখা দেন বাংলাদেশি ফ্যাশন ব্র্যান্ড ফেস্টিভাইব—এর একটি শাড়িতে। জেনে নেওয়া যাক বিস্তারিত।

ফ্যাকাশে-গোলাপিরঙা এই শাড়ি টিস্যু কাপড়ের। শাড়িটির নকশা করেছেন ফেস্টিভাইবের সহপ্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভ ডিরেক্টর নাসরিন মালেক। এই ধরনের শাড়ি এখন বেশ চলছে

ফ্যাকাশে-গোলাপিরঙা এই শাড়ি টিস্যু কাপড়ের। শাড়িটির নকশা করেছেন ফেস্টিভাইবের সহপ্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভ ডিরেক্টর নাসরিন মালেক। এই ধরনের শাড়ি এখন বেশ চলছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে

২ / ৮

শাড়ির ওপর নিখুঁত নকশায় ফুটে উঠেছে চুমকির কাজ। শাড়িটি হাতে তৈরি। এ রকম একটা শাড়ি তৈরি করতে ১০ থেকে ১৫ দিন সময় লাগে

শাড়ির ওপর নিখুঁত নকশায় ফুটে উঠেছে চুমকির কাজ। শাড়িটি হাতে তৈরি। এ রকম একটা শাড়ি তৈরি করতে ১০ থেকে ১৫ দিন সময় লাগে
ছবি: ইনস্টাগ্রাম থেকে

৩ / ৮

ব্লাউজটি প্রশংসা কুড়িয়েছে ফ্যাশনিস্তা ও ফ্যাশন সমালোচকদের। নজর কেড়েছে সিল্কের ব্লাউজের কাট। ফিটিংসেরও প্রশংসা করেছেন অনেকে।

ব্লাউজটি প্রশংসা কুড়িয়েছে ফ্যাশনিস্তা ও ফ্যাশন সমালোচকদের। নজর কেড়েছে সিল্কের ব্লাউজের কাট। ফিটিংসেরও প্রশংসা করেছেন অনেকে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে

৪ / ৮

শাড়িটি একই সঙ্গে ঐতিহ্য আর আধুনিকতার ধারক, ঠিক যেমনটি মেহজাবিন চেয়েছিলেন

শাড়িটি একই সঙ্গে ঐতিহ্য আর আধুনিকতার ধারক, ঠিক যেমনটি মেহজাবিন চেয়েছিলেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে

 

৫ / ৮

‘সাবা’র ওয়ার্ল্ড প্রিমিয়ারে নিজের ফ্যাশন স্টেটমেন্ট তৈরির জন্য ফেস্টিভাইবের সঙ্গে যোগাযোগ করেন মেহজাবিন। হালকা রঙে নিজেকে মেলে ধরতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন এই অভিনয়শিল্পী। যাচাই-বাছাইয়ের পর এই শাড়িটি তিনি পছন্দ করেন

‘সাবা’র ওয়ার্ল্ড প্রিমিয়ারে নিজের ফ্যাশন স্টেটমেন্ট তৈরির জন্য ফেস্টিভাইবের সঙ্গে যোগাযোগ করেন মেহজাবিন। হালকা রঙে নিজেকে মেলে ধরতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন এই অভিনয়শিল্পী। যাচাই-বাছাইয়ের পর এই শাড়িটি তিনি পছন্দ করেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে

৬ / ৮

আপনিও যদি এ রকম একটি শাড়ি সংগ্রহ করতে চান, তাহলে আপনার পকেট থেকে বেরিয়ে যাবে অন্তত ৩০ হাজার টাকা। এ ধরনের শাড়ির দাম শুরুই হয় ৩০ হাজার থেকে। ফেস্টিভাইব সাধারণত বিশেষায়িত পোশাক তৈরি করে। তাই শাড়ি পছন্দ করার পর সেটিকে আবার ক্রেতার চাহিদা, রুচি, প্রয়োজন অনুযায়ী ‘কাস্টোমাইজ’ করে নেওয়ার সুযোগ আছে

আপনিও যদি এ রকম একটি শাড়ি সংগ্রহ করতে চান, তাহলে আপনার পকেট থেকে বেরিয়ে যাবে অন্তত ৩০ হাজার টাকা। এ ধরনের শাড়ির দাম শুরুই হয় ৩০ হাজার থেকে। ফেস্টিভাইব সাধারণত বিশেষায়িত পোশাক তৈরি করে। তাই শাড়ি পছন্দ করার পর সেটিকে আবার ক্রেতার চাহিদা, রুচি, প্রয়োজন অনুযায়ী ‘কাস্টোমাইজ’ করে নেওয়ার সুযোগ আছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে

৭ / ৮

মডেল ও অভিনেত্রী মেহজাবিন এর আগেও ফ্যাশন-মুহূর্ত তৈরিতে ভরসা করেছেন ফেস্টিভাইবের ওপর। দুবাইয়ে বেড়াতে গিয়ে মেহজাবিনের পরনের আলোচিত গোলাপি গাউনটিও এই ফ্যাশন হাউসের তৈরি

মডেল ও অভিনেত্রী মেহজাবিন এর আগেও ফ্যাশন-মুহূর্ত তৈরিতে ভরসা করেছেন ফেস্টিভাইবের ওপর। দুবাইয়ে বেড়াতে গিয়ে মেহজাবিনের পরনের আলোচিত গোলাপি গাউনটিও এই ফ্যাশন হাউসের তৈরি
ছবি: ইনস্টাগ্রাম থেকে

৮ / ৮

কলাপাতারঙা এই গাউনও তৈরি করেছে বাংলাদেশি লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড ফেস্টিভাইব। রাজধানীর বনানীতে রয়েছে তাদের শোরুম

কলাপাতারঙা এই গাউনও তৈরি করেছে বাংলাদেশি লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড ফেস্টিভাইব। রাজধানীর বনানীতে রয়েছে তাদের শোরুম
ছবি: ইনস্টাগ্রাম থেকে