ঢাকা, অক্টোবর ১৩, ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১, স্থানীয় সময়: ১৫:৪২:৫৫

এমবাপ্পে-ভিনিসিয়ুসের গোলে রিয়ালের জয়, আনচেলত্তি বললেন, ‘প্রাপ্য ছিল না’

| ৩১ ভাদ্র ১৪৩১ | Sunday, September 15, 2024

এমবাপ্পে ও ভিনিসিয়ুসের গোলে রিয়ালের জয়

এমবাপ্পে ও ভিনিসিয়ুসের গোলে রিয়ালের জয়রয়টার্সলা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম তিন ম্যাচে গোলশূন্য থাকার পর বেশ সমালোচিত হয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। সমালোচনার জবাব চতুর্থ ম্যাচে জোড়া গোল করে দিয়েছিলেন এই ফরাসি তারকা। এবার পঞ্চম ম্যাচেও গোল পেলেন এই ফরোয়ার্ড। এমবাপ্পের পাশাপাশি গোল পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়রও। দুজনের দুটি গোলই অবশ্য এসেছে পেনাল্টি থেকে। এ দুজনের গোলে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিতেছে ২-০ গোলে।

এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধানও কমিয়ে এনেছে রিয়াল। ৪ ম্যাচে ৪ জয়ে বার্সার পয়েন্ট ১২। আর ৫ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে রিয়ালের পয়েন্ট ১১। আজ রাতে বার্সা মুখোমুখি হবে জিরোনার। জিরোনার মাঠে জয় পেলে রিয়ালের সঙ্গে ব্যবধান আবারও বাড়িয়ে নিতে পারবে কাতালান ক্লাবটি।

শেষ পর্যন্ত রিয়ালের কাঙ্ক্ষিত গোলটি আসে ম্যাচের ৫৮ মিনিটে। পেনাল্টি থেকে লক্ষ্য ভেদ করেন ভিনিসিয়ুস। এরপর ভিনিসিয়ুস বক্সের ভেতর ফাউলের শিকার হলে আবারও পেনাল্টি পায় রিয়াল। তবে এবার ভিনিসিয়ুসের বদলে পেনাল্টি নেন এমবাপ্পে। নিঁখুত শটে ৭৫ মিনিটে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন বিশ্বকাপজয়ী এই তারকা।

এমবাপ্পের গোল উদ্‌যাপন

এমবাপ্পের গোল উদ্‌যাপন রয়টার্স

ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি এই জয় তাঁদের প্রাপ্য ছিল না বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘এই ম্যাচটা কঠিন ছিল। সম্ভবত জয়টা আমাদের প্রাপ্য ছিল না। কারণ, রিয়াল সোসিয়েদাদ খুবই ভালো খেলেছে। আমরা শুরুটা ভালো করতে পারিনি। তারা খুব ভালো প্রেস করে খেলেছে।’

 দলের সঙ্গে এমবাপ্পের মানিয়ে নেওয়া নিয়েও এ সময় কথা বলেছেন আনচেলত্তি, ‘সে খুবই বিপজ্জনক এবং ভিনিসিয়ুস ও স্ট্রাইকারদের সঙ্গে তার বোঝাপড়াও খুব ভালো হচ্ছে। সে অনেক উন্নতি করছে। আমি তার খেলা অনেক পছন্দ করেছি।’

৫ ম্যাচের ৩টিতে ড্র করে শীর্ষ স্থান হারালেও গত সেপ্টেম্বরের পর থেকে লা লিগায় কিন্তু রিয়াল এখনো অপরাজিত। এ নিয়ে টানা ৩৭ ম্যাচে তাদের হারাতে পারেনি কোনো দল। আনচেলত্তির দল অপরাজিত এই যাত্রা কত দিন অব্যাহত রাখতে পারে, সেটাই এখন দেখার অপেক্ষা।