ঢাকা, জুন ৮, ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০, স্থানীয় সময়: ০২:০১:৪১

এ পাতার অন্যান্য সংবাদ

সায়েন্সল্যাবে পুলিশের উপর বিএনপি কর্মীদের হামলা, বাসে অগ্নিসংযোগ আয়কর নিয়ে ড. ইউনূসের তিন মামলার রায় ৩১ মে সাতক্ষীরায় ধানবোঝাই ট্রাক উল্টে দুজন নিহত বাফুফে কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে হাইকোর্টের নির্দেশ সংখ্যালঘু নির্যাতন ও সোনালী রানী দাস(১৪)কে অপহরনের প্রতিবাদে হিন্দু ফোরামের মানববন্ধন সাতক্ষীরায় শেখ হাসিনার ওপর হামলার মামলার যুক্তিতর্ক উপস্থাপন ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধের বিষয়ে সরকার সজাগ রয়েছে : আইনমন্ত্রী উদীচী কার্যালয়ে বোমা হামলায় জেএমবি’র ইউনুছের মৃত্যুদন্ড বহাল চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ কোম্পানি আইন সংশোধন ও যুগোপযোগী করতে হাইকোর্টের রায়

উদীচী কার্যালয়ে বোমা হামলায় জেএমবি’র ইউনুছের মৃত্যুদন্ড বহাল

| ১০ ফাল্গুন ১৪২৯ | Wednesday, February 22, 2023

ঢাকা : ২০০৫ সালে নেত্রকোনা উদীচীর কার্যালয়ে বোমা হামলার ঘটনায় জেএমবি সদস্য ইউনুছ আলীর মৃত্যুদন্ড বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
ইউনুছ আলীর আপিল খারিজ করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন বিচারপতির  আপিল বিভাগ বেঞ্চ আজ এ রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।
২০০৫ সালের ৮ ডিসেম্বর নেত্রকোনায় উদীচী কার্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটে। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি বিচারিক আদালত এ ঘটনায় করা মামলায় আসাদুজ্জামান পনির, সালাউদ্দিন সোহেল ও ইউনুছ আলীর ফাঁসির রায় দেন।
তবে এ মামলার অপর আসামি সিদ্দিকুর রহমান বাংলা ভাই ও আতাউর রহমান সানির ফাঁসি কার্যকর হওয়ায় এই দুজনকে অব্যাহতি দেয়া হয়েছে।
পরে ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে ২০১৪ সালের ৩১ জানুয়ারি হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রাখেন।
হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা।
এর মধ্যে শুনানি শেষে ২০১৬ সালের ২৩ মার্চ সালাউদ্দিন সোহেলের আপিল খারিজ করে দিয়ে ফাঁসি বহাল রাখেন আপিল বিভাগ। পরে এ রায় রিভিউ করেন পনির। সেটিও ২০১৬ সালের ১৪ নভেম্বর খারিজ হয়ে যায়। পরে আনুষ্ঠানিকতা শেষে ২০২১ সালের ১৫ জুলাই গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়েছে।