ঢাকা, ডিসেম্বর ৫, ২০২৪, ২১ অগ্রহায়ন ১৪৩১, স্থানীয় সময়: ১৩:৪৮:৫১

এ পাতার অন্যান্য সংবাদ

কালিপদ মজুমদারের বাড়িতে হামলা: ঘটনাস্থল পরিদর্শনে হিউম্যান রাইট ডেভলপমেন্ট সেন্টার ও জাতীয় হিন্দু ফোরাম ইসলামী ছাত্রশিবিরের অগ্রযাত্রাকে গঠনমূলক সমালোচনায় গতিশীল করবে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায় আগামীকাল সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও ড. ইউনূসের কুশপুত্তলিকা দাহের নিন্দা জানাল ঢাকা কাল থেকে সেন্টমার্টিনে যাচ্ছে পর্যটকবাহী জাহাজ : অনুমোদন পেয়েছে ৩ জাহাজ পলিথিন ও ওয়ানটাইম প্লাস্টিক কমাতে নেমেছে পরিবেশ অধিদপ্তরের ১০টি টিম আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ জাতীয় ঐক্যের ডাক দিলেন ৫০ বিশিষ্ট নাগরিক কোন ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : ধর্ম উপদেষ্টা

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ

| ১৬ অগ্রহায়ন ১৪৩১ | Saturday, November 30, 2024

ঢাকা : এক ম্যাচ হাতে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে আইরিশদের। প্রথম ম্যাচ ১৫৪ রানে জিতেছিলো টাইগ্রেসরা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় আয়ারল্যান্ড। ৩৫ রানের মধ্যে আইরিশদের দুই ওপেনারকে বিদায় দেয় বাংলাদেশ।

তৃতীয় উইকেটে ৯১ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন আয়ারল্যান্ডের দুই ব্যাটার অ্যামি হান্টার ও ওরলা প্রেন্ডারগাস্ট। ৭২ বলে ৩৭ রান করে প্রেন্ডারগাস্ট থামলেও হাফ-সেঞ্চুরি তুলে নেন হান্টার। বাঁ-হাতি স্পিনার স্বর্ণা আকতারের শিকার হবার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন হান্টার। ৮৮ বল খেলে ৮টি চার মারেন তিনি।

৩৫তম ওভারে হান্টারকে বিদায় দিয়ে আয়ারল্যান্ডের রানের লাগাম টেনে ধরে বাংলাদেশের বোলাররা। ফলে ৫০ ওভারে ৬ উইকেটে ১৯৩ রানের বেশি করতে পারেনি আইরিশরা।
সুলতানা খাতুন ৩২ রনে ২টি, নাহিদা আকতার ও স্বর্ণা ১টি করে উইকেট নেন।

১৯৪ রানের টার্গেটে খেলতে নেমে পঞ্চম ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৬ রানে করে সাজঘরে ফিরেন ওপেনার মুরশিদা খাতুন।

দ্বিতীয় উইকেটে ৮৫ রানের জুটিতে দলকে লড়াইয়ে রাখেন আরেক ওপেনার ফারজানা হক ও তিন নম্বরে নামা শারমিন আকতার। দলীয় ১শ রানে বিচ্ছিন্ন তারা।

ওয়ানডে ক্যারিয়ারের ১২তম হাফ-সেঞ্চুরি তুলে আউট হন ফারজানা। ৮৯ বল খেলে ৬টি চারে ৫০ রান করেন তিনি।

ফারজানা ফেরার ৭ রান পর আউট হন শারমিনও। ৪টি চারে ৬৩ বলে ৪৩ রান করেন তিনি।

৭ রানের ব্যবধানে দুই সেট ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ১২৯ রানে সোবহানা মোস্তারি থামলেও চাপ বেড়ে যায় বাংলাদেশের। ১৬ রান করেন সোবহানা।

তবে পঞ্চম উইকেটে স্বর্ণাকে নিয়ে ৫৩ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের পথ সহজ করেন অধিনায়ক নিগার সুলতানা। জয় থেকে ১২ রান দূরে থাকতে আউট হন নিগার। ৪টি চার ও ১টি ছক্কায় ৩৯ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন নিগার।

অধিনায়ক ফেরার পর স্বর্ণা ও ফাহিমা খাতুনের ১৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩৭ বল বাকী রেখে জয় তুলে নেয় টাইগ্রেসরা। স্বর্ণা ২৯ ও ফাহিমা ৪ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন নিগার।

এই জয়ে আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ২০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে আছে বাংলাদেশ। আগামী নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা ভালোভাবেই বাঁচিয়ে রেখেছে টাইগ্রেসরা।

২-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ২ ডিসেম্বর মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ।