ঢাকা, এপ্রিল ২০, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২২:০৭:৩৮

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

আইএসের বিরুদ্ধে যুদ্ধের অনুমতি চাইলেন ওবামা

| ১ ফাল্গুন ১৪২১ | Friday, February 13, 2015

ওয়াশিংটন:  আইএস জঙ্গিদের রাতারাতি নিকেশ করা সম্ভব নয়। সে জন্য দরকার টানা সামরিক অভিযান। বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের কাছে সেই অভিযানের অনুমতির আর্জি জানিয়ে প্রস্তাব পাঠালেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। জানালেন, কংগ্রেসের কাছে আগামী তিন বছরের জন্য আইএস জঙ্গিদের উপর সামরিক অভিযান চালানোর অনুমতি চেয়েছেন তিনি। আগেই কয়েকটি দেশের সঙ্গে জোট গঠন করে ইরাক ও সিরিয়ায় জঙ্গিদের উপর নিয়ন্ত্রিত হামলা চালাচ্ছিল আমেরিকা। এই অনুমতি মিললে এ বার পুরোদস্তুর যুদ্ধ করতে পারবে তারা।

তবে ঠিক কোথায় কোথায় হামলা চালানো হবে, তা নিয়ে নির্দিষ্ট কিছু বলা হয়নি ওই প্রস্তাবে। বর্তমানে ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ অংশ দখল করে রেখেছে ইসলামিক স্টেটের জঙ্গিরা। কিন্তু তা বলে শুধুমাত্র সে অংশেই যে মার্কিন সামরিক অভিযান চলবে, তেমন কিছু নির্দিষ্ট করে বলা হয়নি। ওবামা জানিয়েছেন, ইরাক ও সিরিয়ার পাশাপাশি পশ্চিম এশিয়া তথা গোটা দুনিয়ার কাছেই আতঙ্কের আর এক নাম আইএস। তারা মার্কিন সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন দেশের নাগরিকদের নির্বিচারে খুন করছে। তাই সব রকম ভাবে এই জঙ্গিগোষ্ঠীর মোকাবিলা করা দরকার বলে মনে করেন ওবামা। কিন্তু রাতারাতি এই গোষ্ঠীকে খতম করা সম্ভব নয়। সে জন্যই তিন বছরের জন্য যুদ্ধের অনুমতি চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যে ক্ষমতা পরবর্তী মার্কিন প্রেসিডেন্টেরও থাকবে। তাঁর দাবি, ইতিমধ্যেই আইএসের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে আকাশপথে অন্তত ২০০০টি অভিযান চলেছে। তাতে বিস্তর ক্ষতিও হয়েছে ওই জঙ্গিগোষ্ঠীর। এখন তারা প্রতিরোধের চেষ্টা করছে। আমেরিকা যদি পুরোদস্তুর যুদ্ধের অনুমতি পেয়ে যায়, তা হলে আইএসের এই প্রতিরোধের চেষ্টাকেও হার মানানো যাবে। তবে কোনও অবস্থাতেই যে সিরিয়া বা ইরাকের মাটিতে মার্কিন সেনা নামানো হবে না, সে কথা ফের স্পষ্ট করে দিয়েছেন ওবামা