ঢাকা, এপ্রিল ২৫, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৬:৫০:৫৩

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

| ২০ পৌষ ১৪২১ | Saturday, January 3, 2015

হাতিয়া উপজেলা বাংলাদেশ-এ অবস্থিত

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হিন্দু বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে বসতঘর ও আসবাবপত্রে ব্যাপক ভাংচুর করে। এসময় সন্ত্রাসীরা স্বর্ণালংকার, নগদ টাকা, জমির প্রয়োজনীয় কাগজপত্র ও বিভিন্ন মালামাল সহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ইংরেজী নববর্ষ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার চরকিং ইউনিয়নের পশ্চিম গামছাখালী গ্রামে এ হামলায় নারী-পুরুষ সহ ১০ আহত হয়েছে। আহতরা হলেন, রাজন চন্দ্র দাস (২৫), যূঁথী রানী দাস (৪৫), মৌ রানী দাস (১৬), মিনু রানী দাস বাসনা (৬৪), মো. আরিফ উদ্দিন (৩২) সহ ১০ জন। আহতদের উদ্ধার করে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। আহতরা ও স্থানীয়রা জানান, বাড়ির মালিক রাজন চন্দ্র দাস সহ অন্যান্যরা দীর্ঘদির ধরে ওই বাড়িতে বসবাস করে আসছেন। কিছু দিন পূর্বে একই এলাকার রোকেয়া বেগম, বাবুল উদ্দিন, বেলাল উদ্দিন, মোছলেহ উদ্দিন, নাছির উদ্দিন সহ কয়েকজন লোক রাজন চন্দ্র দাসকে বলে এই বাড়ি জমিটির মালিক রোকেয়া বেগম। তাই বাড়ির মালিকও তিনি।  ওই বাড়িতে থাকতে হলে তাদের চাঁদা দিতে হবে। চাঁদা না দিলে বাড়ি ও ভূমি থেকে উচ্ছেদ করারও হুমকি দেয়। এ নিয়ে এলাকায় কয়েকবার শালিসী বৈঠকও হয়েছে। তবে রোকেয়া বেগমের পক্ষ থেকে জমি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এর জের ধরেই ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা রাজন চন্দ্র দাসের বাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায় । এতে বাধা দিতে গেলে ১০ জনকে পিটিয়ে আহত হরা হয়। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।