ঢাকা, এপ্রিল ১৯, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৬:২২:১৪

মিশনপাড়ায় ট্রাক কেড়ে নিল মা ও মেয়ের প্রাণ

| ১৮ কার্তিক ১৪২১ | Sunday, November 2, 2014

স্কুল ছুটি থাকায় দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িযাচ্ছিলেন শিরিন বেগম (৩০)। তাদের বহন করার রিকশাটি শহরের বালুর মাঠের বাসাথেকে খানপুরে বাবার বাড়ি যাওয়ার পথে মিশনপাড়া এলাকাতে আসা মাত্রই পেছনথেকে চাপা দেয় গমবোঝাই ঘাতক ট্

চাপা দেওয়ার পরে রিকশাটিকে টেনে হিচড়েনিয়েই এগুতে থাকে পালানোর মনোভাব নিয়ে থাকা চালক। এলাকাবাসীর ধাওয়ায় চালকযখন ট্রাক থামায় ততক্ষণে না ফেরার দেশে চলে গেছে মা শিরিন বেগম (৩০)।পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান মায়ের কোলে থেকেও রক্ষা হয়নি মেয়ে জয়িতার (৬)।ভাগ্যক্রমে সঙ্গে থাকা অপর মেয়ে অর্পিতা (১১) বেঁচে থাকলেও গুরুতর আহতঅবস্থায় তাকে শহরের একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
গতকালশুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের মিশনপাড়ায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটনাঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই ট্রাকে আগুন ধরিয়ে দেয়। তখন পুলিশের সঙ্গেবিক্ষুব্ধ জনতার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
নিহতরা হলো, শহরেরবালুরমাঠ এলাকার ব্যবসায়ী সেলিম সারোয়ারের স্ত্রী শিরিন বেগম (২৮), তারমেয়ে জয়িতা (৬)। আহত হয়েছে অপর মেয়ে অর্পিতা (১১)। আহতকে নারায়ণগঞ্জ তিনশশয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিকশায় করে তারা শহরের খানপুরেশিরিন বেগমের বাবার বাড়িতে যাচ্ছিল।
জয়িতা শহরের ফিলোসোপিয়া স্কুলেরপ্রথম শ্রেণি ও অর্পিতা মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের জেএসসিপরীক্ষার্থী জানিয়েছেন সেলিম সারোয়ারের ভাই বিপ্লব।
প্রত্যক্ষদর্শীরাজানান, শহরের মিশনপাড়ায় নবাব সলিমুল্লাহ সড়কে চাষাঢ়া থেকে খানপুরমুখী একটিট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৫৬২৬) একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেইশিরিন বেগম ও জয়িতার মৃত্যু ঘটে।
এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতেআগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলেবিক্ষুব্ধ জনতার সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে পুলিশের দুইজন সদস্য ওদুইজন ফটো সাংবাদিক মাসুদ এবং জনিসহ অন্তত ৫জন আহত হয়।
দীর্ঘক্ষণট্রাকটিতে আগুন ধরে থাকলেও ফায়ার সার্ভিসের কোন লোকজন আসেনি। পুলিশ ট্রাকেরচালক মঈন মিয়াকে আটক করেছে। দুর্ঘটনার পর প্রায় দেড় ঘন্টা সলিমুল্লাহ সড়কেযান চলাচল বন্ধ ছিল।
সদর মডেল থানার ওসি এসএম মঞ্জুর কাদের জানান, দুর্ঘটনার পর লোকজন ট্রাকটিতে আগুন ও ভাঙচুর করে। এ ঘটনায় সেলিম সারোয়ারবাদি হয়ে মামলা করেছে।