ঢাকা, এপ্রিল ২৪, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১০:৩৯:২৯

দুর্গাপূজায় তিনদিনের সরকারি ছুটির দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জ হিন্দু মহাজোটের

| ৩১ ভাদ্র ১৪২১ | Monday, September 15, 2014

10710669_648865291879374_1830092955048130163_n.jpg

আজ ১৫ সেপ্টেম্বর ১১.৩০মিনিটে জেলা প্রশাসকের কায্যালেয় দুর্গাপূজায় তিনদিনের সরকারি ছুটির দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলা শাখা। এসময় জেলা প্রশাসক নারায়ণগঞ্জ জনাব মো: আনিছুর রহমান মিঞা স্মারক লিপি গ্রহন করে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর পাঠানোর ব্যবস্থা করবেন বলে নেতৃবৃন্দের আশস্থ করেন।স্মারক লিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় সিঃ যুগ্ম মহাসচিব ও নারায়নগঞ্জ জেলা সমন্বয়ক মানিক চন্দ্র সরকার,নারায়নগঞ্জ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কানাই লাল সরকার,সাধারণ সম্পাদক এডঃ রঞ্জিত চন্দ্র দে,দপ্তর সম্পাদক পলাশ চন্দ্র বীর,সহ-প্রচার সম্পাদক সন্জীব মন্ডল,সাংগঠনিক সম্পাদক রনি চন্দ্র ঘোষ,হিন্দুযুব মহাজোটের রন্জিত দাস, হিন্দুছাত্র মহাজোটের সিমান্ত দাস,বিকাশ দাস,প্রদীপ দাস প্রমুখ।

hindu-sarak-lipi.jpg

স্মারকলিপির কপি
সূত্রঃ-বাজাহিম-২০১৪ তারিখঃ ১৫/০৯/২০১৪ ইং
বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসবের জন্য ৩(তিন) দিনের সরকারী ছুটি ঘোষণার
বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসবের জন্য ৩(তিন) দিনের সরকারী ছুটি ঘোষণার দাবীতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, ডিজিটাল বাংলাদেশের রূপকার ও জাতির পিতার যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বরাবরে-
স্মারক লিপি
মাধ্যমে ঃ জেলা প্রশাসক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, ডিজিটাল বাংলাদেশের রূপকার, জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা।
সর্বপ্রথমে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি সশ্রদ্ধ প্রণাম ও অভিনন্দন। বাংলাদেশের ষোল কোটি জনতার হৃদয়ের মনি, আপনি আমাদের মহান নেত্রী, বিশাল সমুদ্রের মত যার হৃদয়ের গভীরতা, আপনাকে জানাই পুনঃ পুনঃ নমস্কার ও অভিনন্দন। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী আজ আপনার দরবারে হাজির হয়েছি একটি দাবী নিয়ে যা পূরণ করা আপনার মত মহৎ হৃদয়বান ব্যক্তির পক্ষেই সম্ভব। আর তা হচ্ছে শারদীয়া দূর্গাপূজা উপলক্ষ্যে পূজা সম্পাদনের নিমিত্তে সরকারিভাবে ৩(তিন) দিনের ছুটি ঘোষণা করা। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সরকারী ও বেসরকারি চাকুরীজীবীগণ সরকারীভাবে ছুটি ঘোষণা না থাকায় অীতব কষ্টে পূজাকালীন সময়ে বন্ধু-বান্ধব ও আপনজনদের বিরহে থেকে যন্ত্রের মত অর্পিত দায়িত্ব পালন করতে হয় এবং ধর্মীয় কার্যকলাপ থেকে বিরত থাকতে হয়। ফলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ভুক্ত জনগণকে অতীব মনোকষ্ট নিয়ে দূর্গা পূজার সময় দিনাতিপাত করতে হয়।

মাননীয় প্রধানমন্ত্রী,
আপনার গতিশীল নেতৃত্বে আজ সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে উন্নয়নের জোয়ারের ধাক্কা লেগেছে। পথহারা বাঙ্গালী জাতি আজ পেয়েছে পথের দিশা। অনিশ্চয়তার মেঘগুলো আজ সরে গিয়ে মানুষের মনে জ্বেলেছে আশার আলো। বিশ্বায়নের এই যুগে পশ্চাৎপদ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যথাযোগ্য দায়িত্ব পরায়ন ব্যক্তি হচ্ছেন আপনি স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী। তাইতো আপনার কাছে আর্জি জানায় শোষিত, বঞ্চিত, নিপীড়িত জনগণ। ষোল কোটি জনগোষ্ঠীর এই দেশে হিন্দু সম্প্রদায়ের বিশাল একটি অংশ আজ বিভিন্ন সমস্যায় জর্জরিত। মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিশ্চয় অবগত আছেন, হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব শুধু হিন্দু জাতির নয়, সমগ্র বাঙালী জাতির একান্তঐক্যের ও মহামিলনের মহোৎসব হিসেবে সমগ্র বিশ্বে পরিচিত। সনাতনী ভক্তবৃন্দকে ৫ (পাঁচ) দিন ব্যাপী ধর্মীয় কর্মযজ্ঞে ব্যস্ত থেকে ধর্মীয় রীতিনীতি মেনেই দূর্গাপূজা সম্পাদন করতে হয়। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবে শুধুমাত্র শুভ বিজয়াদশমীর দিন সরকারিভাবে ছুটি ঘোষণা করা হইয়াছে, অথচ পূজার সময় মূল ৩টি দিনই তথা সপ্তমী, অষ্টমী, নবমী উপলক্ষ্যে দিনরাত পূজার কাজে ব্যস্ত থেকে ধর্মীয় অনুশাসন মেনে চলে সার্থকভাবে দূর্গাপূজা সম্পন্ন করতে হয়। কিন্তু সেই ৩টি গুরুত্বপূর্ণ দিনগুলিতে সরকারিভাবে ছুটি ঘোষণা না থাকায় বাংলাদেশের সকল হিন্দু সম্প্রদায় জনগোষ্ঠী পরিপূর্ণভাবে এই পূজাতে অংশগ্রহণ করতে পারে না।
চলমান পাতা-০২
hindu-2-sarak-lipi.jpg

(পাতা-০২)
সম্মানিত জননেত্রী,

আপনার পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীন বাংলাদেশের অবিসংবাদিত নেতা বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সকল সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে অসম্প্রদায়িক স্বপ্নের সোনার বাংলাদেশ। কিন্তু ভীষণ দুঃখের বিষয় কতিপয় স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল চক্র জাতির পিতাকে স্বপরিবারে নির্মমভাবে হত্যার মাধ্যমে স্বাধীনতার ৪টি মূলনীতির মধ্য হতে প্রধানতঃ “ধর্মনিরপেক্ষতা” পরিবর্তন করে এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে দেশান্তরিত করার হীন ষড়যন্ত্রে মেতেছিল। কিন্তু আপনার নেতৃত্বে বাংলাদেশের সংগ্রামী জনতা এই সকল ঘৃন্য চক্রান্তকারীদের প্রতিহত করে স্বাধীনতার পক্ষীয় শক্তিকে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। তাই আপনি আপনার পিতা জাতির জনকের যোগ্য উত্তরসূরী হয়ে স্বাধীন বাংলাদেশের তৃতীয় বারের মত প্রধানমন্ত্রী হয়ে আমাদের অভিভাবক হিসেবে সততা ও দক্ষতার স্বাক্ষর রেখে দেশ পরিচালনা করছেন। আপনার কাছে আমাদের বিনীত প্রার্থনা আমরা বাংলাদেশের সকল হিন্দু সম্প্রদায় আসন্ন দুর্গোৎসব কালীন সময়ে যাহাতে নির্বিঘেœ দুর্গোপূজায় শরীক হতে পারি এবং সকল সম্প্রদায়ের সাথে মিলে-মিশে এই শারদীয় দুর্গোৎসবকে যথাযোগ্য মর্যাদায় শারদীয় দূর্গা পূজা পালন করতে পারি, তৎজন্যে দুর্গোৎসব চলাকালীন সময়ে ঐ তিন দিনের সরকারি ছুটি ঘোষণার জন্য বাংলাদেশের আপামর জনতার প্রতিধ্বনি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ হতে আপনার নিকট আকুল আবেদন জানাচ্ছি।

পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী আপনার নিকট একান্ত অনুরোধ আপনি বাংলাদেশের অন্যতম হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব তথা দুর্গোৎসব উপলক্ষ্যে আপনার মন্ত্রিপরিষদ মন্ডলীর আহুত সভায় অথবা পরবর্তীতে আসন্ন সংসদীয় কমিটিতে প্রস্তাব পেশ করে ৩ (তিন) দিন সরকারী ছুটি ঘোষণার মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের প্রাণের দাবী পুরণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, ইহাই আপনার কাছে আমাদের একান্ত প্রত্যাশা। পরিশেষে মহান সৃষ্টিকর্তার নিকট আপনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।
নিবেদক,
(মুক্তিযোদ্ধা কানাই লাল সরকার)
সভাপতি
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট
নারায়ণগঞ্জ জেলা শাখা।
(এডভোকেট রঞ্জিত চন্দ্র দে)
সাধারণ সম্পাদক
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট
নারায়ণগঞ্জ জেলা শাখা।