ঢাকা, এপ্রিল ২৫, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০২:৫৮:১৪

‘ শুরু হচ্ছে না.গঞ্জ-ঢাকা ডুয়েলগেজ রেললাইন নির্মাণ’

| ২৫ আষাঢ় ১৪২২ | Thursday, July 9, 2015

শীঘ্রই চালু হচ্ছে নারায়ণগঞ্জ-ঢাকা ডাবল রেললাইন। জনসংখ্যার অব্যাহত চাপ ও যানজট নিরসনে চার লেনে উন্নীত করা হচ্ছে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ।

ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনে বর্তমান মিটারগেজ রেললাইনের সমান্তরালে নতুন এ ডুয়েলগেজ রেললাইন নির্মাণ করা হবে।
ইতিমধ্যেই ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে পুরনো লাইনের পাশেই নতুন ডুয়েলগেজ লাইন বসাতে ৩৭৮ কোটি টাকার এ প্রকল্পটি অনুমোদন করেছে সরকার। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ রেলওয়ে। মোট ব্যয়ের মধ্যে ১২৯ কোটি টাকা দেবে সরকার, বাকি ২৪৯ কোটি টাকা জাপান সরকারের অনুদান হিসাবে পাওয়া যাবে।
জানাগেছে, এ প্রকল্পটি বাস্তবায়নের জন্য কনসালটেন্ট নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। তারপর দরপত্র আহবান, ঠিকাদার নিয়োগের পর আগামী ছয় মাসের মধ্যেই ডাবল রেললাইনের কাজ শুরু হবে।
এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রকৌশলী (ট্র্যাক) মো: শহীদুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে জানান, ডাবল রেললাইন প্রকল্প বাস্তবায়নের জন্য কনসালটেন্ট নিয়োগ প্রক্রিয়া চলছে। আগামী ২ মাসের মধ্যে কনসালটেন্ট নিয়োগের পর তারা নকশা দিবেন। তারপর দরপত্র আহবান এবং ঠিকাদার নিয়োগ দেয়া হবে। আশাকরি আগামী ছয় মাসের মধ্যে ডাবল রেল লাইন তৈরীর কাজ শুরু হবে। তখন রেল লাইনের দুপাশে গড়ে উঠা সকল অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে।
উল্লেখ্য, চলতি বছরের ২০ জানুয়ারী  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, ‘ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনে বিদ্যমান মিটারগেজ রেললাইনের সমান্তরাল একটি ডুয়েলগেজ রেললাইন নির্মাণ’ প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে, বিদ্যমান মিটারগেজ লাইনের সমান্তরালে সাড়ে ২১ কিলোমিটার দীর্ঘ রেললাইন বসবে।
সব ঠিক থাকলে ২০১৭ সালের জুনে ঢাকা-নারায়ণগঞ্জ পথে পাশাপাশি দুই লাইনে ট্রেন চলবে বলে সরকার আশা করছে।
পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, “ঢাকা ও নারায়ণগঞ্জ দুই শহরই অত্যন্ত জনবহুল। এখানকার যানজট সবসময়ই আমাদের মূল্যবান শ্রমঘণ্টা নষ্ট করছে। ডুয়েলগেজ রেললাইন তৈরি হলে যাত্রী ও পণ্য পরিবহন সহজ হবে। সময়ও কম লাগবে।”