ঢাকা, এপ্রিল ১৯, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৬:০৭:২৯

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

‘সারাবিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোলমডেল’

| ২৬ জ্যৈষ্ঠ ১৪২৫ | Saturday, June 9, 2018

 

ইফতার মাহফিলে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা তাঁর সফল ও দূরদর্শী নেতৃত্বে দেশকে উন্নত দেশে পরিণত করেছেন। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তিনি তলাবিহীন ঝুঁড়িকে ভরা ঝুঁড়িতে রূপান্তর করেছেন।’

আজ শুক্রবার বিকেলে ফরিদপুর শহরের বদরপুর এলাকায় নিজ বাসভবনে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।’

এ ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের  চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, স্থানীয় সরকার মন্ত্রীর ছেলে খন্দকার মাশরুর হোসেন মিতু, মেয়ে শারিকা মিল্লাত ঋতু এবং সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা।

মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ব্যক্তিগত উদ্যোগে প্রায় ২০ হাজার নারীর মাঝে ইফতার বিতরণ করা হয়।