ঢাকা, মার্চ ২৮, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ২৩:৩৬:১৪

এ পাতার অন্যান্য সংবাদ

কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির পণ্যমূল্য সহনীয় রাখতে সরকারের পাশাপাশি জনগণেরও নজরদারি চাই : সংসদে প্রধানমন্ত্রী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে : প্রধানমন্ত্রী দিনের তাপমাত্রা বাড়তে পারে বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের ও উপনেতা আনিসুল ইসলাম রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী

‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিএনপির অবস্থান দৃঢ়’

| ৮ কার্তিক ১৪২২ | Friday, October 23, 2015

‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিএনপির অবস্থান দৃঢ়'

ঢাকা: সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিএনপির অবস্থান দৃঢ় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘ভবিষ্যতেও তা আরও দৃঢ় হবে। কোনো ভালো মানুষ সাম্প্রদায়িক হতে পারে না। যারা সাম্প্রদায়িক তারা ভালো মানুষ হতে পারেনা।’

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এসময় তিনি বিএনপি এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

খুন-গুম করে যারা দেশকে অস্থির করে তুলেছে তাদের বিরুদ্ধে দেবী দুর্গার কাছে আবেদন জানানোর জন্য হিন্দু ধর্মাবলম্বীদের আহ্বান জানান নজরুল ইসলাম।

তিনি বলেন, ‘আপনারা দেবী দুর্গার কাছে আবেদন জানান, দেশে যেন কোনো অশুর না থাকে। খুন-গুম করে যারা দেশকে অস্থির করে তুলেছে তাদের বিরুদ্ধে দেবীর কাছে আবেদন করেন। বিএনপি মনে প্রাণে বিশ্বাস করে, দেশের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান। এখানে অনন্তকাল ধরে মিলে মিশে আমরা বসবাস করছি। এটি অসাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য।’

ঢাকেশ্বরী মন্দিরের ২০ বিঘা জমির মধ্যে ১৪ বিঘা সম্পত্তি বেদখল হয়ে গেছে বলে মন্দির কর্তৃপক্ষ অভিযোগ প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকার ব্যবস্থা না নিলে বিএনপি ক্ষমতায় গেলে বেদখল হওয়া এই সম্পত্তি পুনরুদ্ধার করা হবে।’

তাকে ঢাকেশ্বরী পুজা মন্ডপে স্বাগত জানান পূজা কমিটির আহ্বায়ক নারায়ণ ভৌমিক। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা গৌতম চক্রবর্তী, জয়ন্ত কুমার কুন্ডু, স্থানীয় ওয়ার্ড কমিশনার রফিকুল ইসলাম।