ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ০১:০২:৪৭

এ পাতার অন্যান্য সংবাদ

কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির পণ্যমূল্য সহনীয় রাখতে সরকারের পাশাপাশি জনগণেরও নজরদারি চাই : সংসদে প্রধানমন্ত্রী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে : প্রধানমন্ত্রী দিনের তাপমাত্রা বাড়তে পারে বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের ও উপনেতা আনিসুল ইসলাম রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী

‘সরকারের লোকেরাই হিন্দুদের জমি দখল করছে’ :হুসেইন মুহম্মদ এরশাদ

| ১৩ ভাদ্র ১৪২২ | Friday, August 28, 2015

ন্যাশনাল ডেস্ক:: ‘সরকারের লোকেরাই হিন্দুদের জমি দখল করছে’ বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, ‘হিন্দুরা ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। তাদের জমি এখন দখল করা হচ্ছে। নালিশ করবেন কার কাছে? সবাই তো সরকারের পক্ষের লোক।’

বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বুধবার দুপুরে দলের বরগুনা জেলার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিযোগ করেন।

আগামী নির্বাচন কবে হবে, তা জানেন না উল্লেখ করে এরশাদ বলেন, ‘নির্বাচন কবে হবে জানি না।’ এ সময় পাশে থাকা জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলে উঠেন, ‘২০১৯ সালে।’ তখন এরশাদ বলেন’ ‘মনে হয় ২০১৯ সালেই হবে।’

এরশাদ আরও বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচনে বিশ্বাসী। আগামী নির্বাচনে ন্যূনতম ১৫১ আসনে জয়লাভ করে আমাদের দল সরকার গঠন করবে।’

প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, ‘খবরের কাগজে এখন সবকিছু লেখা যায় না। মানুষ টিভিতে সবকিছু দেখতে পারে না। অনেক টিভি বন্ধ করা হয়েছে। সেগুলো এখনো খুলে দেওয়া হয়নি। জনগণের জবান বন্ধ করা হচ্ছে। যাতে তারা কথা বলতে না পারে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য এম এ হান্নান, সুনীল শুভরায়, জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম-মহাসচিব নুরুল ইসলাম নুরু প্রমুখ।