ঢাকা, এপ্রিল ২৩, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৫:১৬:২০

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

‘সংখ্যালঘুদের ওপর সংঘঠিত অপরাধ দমনের জন্য যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রীকে বাংলাদেশ হিন্দুধর্মীয় সংস্থার স্বারক লিপি

| ১৩ আশ্বিন ১৪২১ | Sunday, September 28, 2014

5245389c58d07-pm

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত হামলা ওনির্যাতনকারীদর দ্রুত আইনের আওতায় এনে বিচার সম্পন্ন করতে বিশেষ ট্রাইব্যুনাল’ গঠন করার দাবী জানানো হয়েছে ।যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রদত্ত এক স্বারক লিপিতে যুক্তরাষ্ট্রের নিউজার্সীস্থ বাংলাদেশ হিন্দুধর্মীয় কল্যাণ সংস্থা এই দাবী জানায়।

সংস্থাটির সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু গত বৃহস্পতিবার বিকালে নিউইর্কের গ্র্যান্ট হায়াত হোটেলে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে প্রদত্ত স্বারক লিপিতে তিনি বলেন ,১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের পর এবং ২০০১ সালের নির্বাচনের পর হিন্দুদের উপর আক্রমনের ঘটনা ঘটে। এছাড়া ২০১৩ সাল এবং সর্বশেষ ২০১৪ সালের ৫ই জানুয়ারী নির্বাচনের পরে বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর আক্রমনের ঘটনাগুলো রাজনীতির আবর্তে হারিয়ে গেছে।২০১৩ ও ২০১৪ সালে সাতক্ষীরা, দিনাজপুর, যশোর ও রামুসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত হামলা, নির্যাতন, বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, লুটপাট ও সম্পত্তি দখলের ঘটনায় করা মামলা এবং দেশে এর আগে সংঘটিত এ ধরনের অপরাধে রুজু করা মামলাগুলো বিশেষ বিবেচনায় এনে এগুলোর বিচার কার্যক্রম দ্রুততম সময়ে নিষ্পত্তি নিশ্চিত করার লক্ষ্যে ‘সংখ্যালঘুদের ওপর সংঘঠিত অপরাধ দমন সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল’গঠন করা আবশ্যক ।এসময় তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলেন, বাংলাদেশে এখনো যারা হিন্দুদের দুর্বল ভেবে অত্যাচার করছে তাদেরকে আলাদা ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত আইনের আওতায় আনার জন্য।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রেক্ষিতে বলেন সংখ্যালঘুদের ওপর সংঘঠিত অপরাধের বিচার প্রচলিত আইনের আইনের আওতায় হচ্ছে । হিন্দুধর্মীয় কল্যাণ সংস্থার এই দাবীকে তিঁনি যৌক্তিক দাবী উল্লেখ করে বলেন, বিশেষ ট্রাইব্যুনাল’গঠনের বিষয়টি তাঁর সরকারের উচ্চ পর্যায়ে পরিকলপনাধীন রয়েছে । এ সময় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাস ফিল্ডে উত্তোলিত গ্যাস নবীগঞ্জের ১৩টি ইউনিয়নসহ হবিগঞ্জ জেলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেবার বিশ্বজিৎ দে বাবলুর আরেকটি দাবীর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন এলাকাবাসীর ন্যায্য আধিকারের প্রতি তাঁর সরকারের সমর্তন রয়েছে।