ঢাকা, এপ্রিল ১৯, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৫:৪০:৪৩

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

‘শীঘ্রই সব জঙ্গিরা ধরা পড়বে’

| ১৪ পৌষ ১৪২২ | Monday, December 28, 2015

‘শীঘ্রই সব জঙ্গিরা ধরা পড়বে’

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মোহা. আবদুল জলিল মণ্ডল বলেছেন, ‘যেভাবে জঙ্গিরা ধরা পড়ছে, তাতে আশা করছি খুব শিগগিরই তারা সকলে ধরা পড়বে।’

রবিবার তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘সিকিউরিটি গার্ড বা এ রকম সংস্থাগুলোর কাছে পুলিশ বা সরকারি নিরাপত্ত প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর পোশাক থাকা উচিত নয়। দেখা যাচ্ছে, তারা ৭-৮ জন একরকম পোশাক পরে হেটে গেলে মানুষ ভাবে টহল চলছে।’

তিনি আরও বলেন, ‘এখনও তাদের জিজ্ঞাসাবাদ করা হয়নি। জিজ্ঞাসাবাদ শেষে আরও তথ্য জানা যাবে।’ এ সময় সেনাবাহিনীর পোশাক পাওয়ার বিষয়ে আর কোন মন্তব্য করতে রাজি হননি আবদুল জলিল মণ্ডল।

তিনি সাংবাদিকদের বলেন, ‘জিজ্ঞাসাবাদের পর আবারও আপনাদের জানানো হবে। সচ্ছতা নিশ্চিতের জন্য সংবাদ সম্মেলন করে এখন সবকিছু জানানো হয়েছে, সামনে তথ্য পেলে নিশ্চিতভাবেই আপনাদের জানানো হবে।’

প্রসঙ্গত, চট্টগ্রামের আমান বাজারে নিষিদ্ধ সংগঠন জেএমবির আস্তানায় অভিযান চালিয়ে ভারি অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, গুলি ও সেনাবাহিনীর পোশাকসহ তিন জেএমবি জঙ্গিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ঘটনাস্থল থেকে ১৯০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।