ঢাকা, এপ্রিল ২০, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৩:৫৮:৫১

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

‘শমসের রাজনীতি থেকে অবসর নিয়েছেন বিএনপি থেকে নয়’

| ১৬ কার্তিক ১৪২২ | Saturday, October 31, 2015

‘শমসের রাজনীতি থেকে অবসর নিয়েছেন বিএনপি থেকে নয়’

ঢাকা: শমসের রাজনীতি থেকে অবসর নিয়েছেন বিএনপি থেকে নয় এমন মন্তব্য করে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘শমসের মবিন চৌধুরী বিএনপি পরিত্যাগ করেননি। তিনি অসুস্থ হওয়ার পর থেকেই একজন সিজনাল পলিটিশিয়ান। তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন, শুধু বিএনপি থেকে নয়। তিনি অন্য দলে যাবেন না।’

শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, ‘সরকার শমসের মবিন চৌধুরীকে মিথ্যা মামলা দিয়ে জেলে আটক রেখেছিল। তিনি অসুস্থ। তার পাসপোর্ট আটকে রাখা হয়েছে। সরকার তাকে চাপ প্রয়োগ করেছে। তিনি সিজনাল পলিটিশিয়ান। ফলে তিনি চাপ সামলাতে পারেননি। তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন, শুধু বিএনপি থেকে নয়। তিনি অন্য দলে যাবেন না।’

আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘দেশের জনগণের মনে বিভ্রান্তি সৃষ্টি করতে আওয়ামী লীগ নেতারা এ ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন। বিএনপি ভাঙছে না। নিজের ঘর সামলান।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশে বসে ষড়যন্ত্র করছেন- এমন অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাস করে না। বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন, ছেলের (তারেক রহমান) কথায় নয়। তাছাড়া ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গেছেন, তার পরিবারের সদস্যদের নিয়ে একটু সময় কাটানোর সুযোগ পেয়েছেন তিনি।’

বিএনপি ষড়যন্ত্র ও হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না বলেও জানান নজরুল ইসলাম।

দেশে আইনের শাসন, গণতন্ত্র, ভোটের অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদারসহ আইনজীবী ফোরামের নেতাকর্মীরা।