ঢাকা, এপ্রিল ১৭, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০১:০৪:২৮

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

‘রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান’

| ২ আশ্বিন ১৪২৪ | Sunday, September 17, 2017

 

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়ার্টকিনস। ছবি : এনটিভি

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়ার্টকিনস বলেছেন, ‘রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র দীর্ঘমেয়াদি সমাধান।’ তিনি জানান, জাতিসংঘ একেই একমাত্র সমাধান হিসেবে দেখছে।

আজ রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রবার্ট ওয়ার্টকিনস।

ওয়াটকিনস বলেন, ‘এটা অনুমান করা সম্ভব নয় নিউইয়র্কে জাতিসংঘের আলোচনায় কী হবে। তবে মিয়ানমারের ব্যাপারে কী করা যেতে পারে তা সব বিষয় আলোচনা হবে। যাতে ধ্বংসাত্মক কার্যক্রম এবং হত্যাযজ্ঞ থেকে মিয়ানমারকে বিরত রাখা যায়।

রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া ছাড়া অন্যকোনো সমাধান হতে পারে না বলেও জানালেন ওয়াটকিনস।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘গতকালই জাতিসংঘের মহাসচিব নতুন একটি বিবৃতি ইস্যু করেছেন। সেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন, যে অং সান সু চির জন্য এটা শেষ সুযোগ (লাস্ট চান্স)। সেখানে তিনি বলেছেন, এখনই যদি এটাকে থামানো না হয় তা আওতার বাইরে চলে যাবে সমস্যা সমাধানের। তো এগুলোর মধ্যে কিন্তু কিছু বার্তা থাকে।’

শাহরিয়ার আলম আরো বলেন, ‘কফি আনানের কমিশনে যে নয় বা দশ সদস্যের কমিটি ছিল সেখানে ছয়জন ছিলেন মিয়ানমারের নাগরিক, চারজন ছিলেন বিদেশি নাগরিক। তাঁদের কিন্তু বাংলাদেশে নিয়ে দেখিয়েছি। প্রথম যে রিপোর্ট তৈরি হয়েছিল তা ড্রাফট হওয়ার পর। সে রিপোর্টে কিন্তু নাগরিকত্ব আইনে বিষয়গুলো ছিল না। আমাদের এখানে সফর করে যাওয়ার পরই তারা তা অন্তর্ভুক্ত করেন।’

এদিকে, সফররত বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী জানিয়েছেন রোহিঙ্গা ইস্যুতে তিনি তাঁর অবস্থান তুলে ধরবেন সংবাদ সম্মেলনে।