ঢাকা, এপ্রিল ২৫, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২১:৪৬:১১

‘রোগ প্রতিরোধে নতুন টিকা বের হচ্ছে’

| ১৬ পৌষ ১৪২৪ | Saturday, December 30, 2017

 

একটি শিশুকে সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তোলার জন্য টিকা দেওয়ার প্রয়োজনীয়তা অনেক। প্রচলিত টিকাগুলো তো রয়েছে, এর বাইরেও নতুন নতুন কিছু টিকা বের হচ্ছে।

এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৩৯তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. সাঈদা আনোয়ার। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : শিশুদের টিকা দেওয়ার প্রয়োজনীয়তা কী? কোন কোন টিকাগুলো গুরুত্বপূর্ণ?

উত্তর : শিশুদের আসলে অনেক টিকাই গুরুত্বপূর্ণ। আমাদের সরকারি যে প্রোগ্রামটা, এটা খুবই ভালো কাজ করছে। এই প্রোগ্রামের মধ্যে অনেক টিকাই এখন রয়েছে। শিশুর রোগপ্রতিরোধে কিছু কিছু নতুন নতুন টিকা বের হচ্ছে। সরকার টিকাগুলোকে যোগ করতে চাচ্ছে। এখন সরকারিভাবে যে টিকাগুলো দেওয়া হচ্ছে, প্যান্টাভেলেন ভ্যাকসিন, যেটা ইপিআইর আওতায়, সেটা তিন মাসে তিনটি দেওয়া হচ্ছে। সঙ্গে পিসিভি দেওয়া হচ্ছে। আর আইপিভি যেটা এসেছে, এটি পোলিও ভ্যাকসিন। এখন ইনঅ্যাকটিভেটেট পোলিও ভ্যাকসিন চলে এসেছে।